ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি২০তে ৭২ বলে অপরাজিত ৩০০!

প্রকাশিত: ০৫:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০১৭

টি২০তে ৭২ বলে অপরাজিত ৩০০!

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ ক্রিকেটে মাত্র ৭২ বলে অপরাজিত ৩০০ রান করে ইতিহাস গড়লেন মোহিত আহলাদ। মঙ্গলবার ভারতের ঘরোয়া ক্রিকেটে ঘটে চমকে দেয়া এই ঘটনা। দিল্লীর স্থানীয় ক্রিকেট লীগে (ফ্রেন্ডস প্রিমিয়ার লীগ) মোহিত খেলেন মাভি একাদশের হয়ে। ফ্রেন্ডস একাদশের বিপক্ষে তার ৩০০ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে মাভি তোলে ৪১৬ রান। ২১ বছর বয়সী ওপেনার ইনিংসে ১৪ চারের বিপরীতে ৩৯টি ছক্কা হাঁকান। শেষ ওভারের শেষ ৫ বলেই ছক্কা মারেন তিনি। ২০১৫ সালে রাজস্থানের বিপক্ষে দিল্লীর ব্যাটসম্যান মোহিতের রঞ্জিতে অভিষেক ঘটে। ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সে মৌসুমে তিনটি ম্যাচ খেলে করেছিলেন মাত্র ৫ রান। ভারতে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি২০ বিশ্বকাপে বাংলাদেশী ওপেনার আব্দুল মালেক কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭১ বলে ৩৩ চারের সাহায্যে ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। তবে ক্লাব টি২০তে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্রিস গেইল। আইপিএলের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দানবীয় এই ইনিংস খেলেন ক্যারিবিয়ান তারকা। আর আন্তর্জাতিক টি২০ ম্যাচে অস্ট্রেলিয়ার এ্যারন ফিঞ্চ ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ রানের মালিক। অসি তারকা করেছিলেন ১৫৬ রান। আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া স্পোর্টস রিপোর্টার ॥ শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার ঢাকা সেনানিবাসের কলেজ প্রাঙ্গণে সমাপ্ত হয়েছে। প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন মেজর জেনারেল সালাহ্উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি, ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করেন বেগম নাজমা সালাহ্উদ্দিন।
×