ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বড় জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

প্রকাশিত: ০৫:৫৩, ৮ ফেব্রুয়ারি ২০১৭

বড় জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুটা দুর্দান্তভাবেই হলো বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের। মঙ্গলবার কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ২০১৭ মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে দল। আর সেই ম্যাচে পাপুয়া নিউগিনি মহিলা ক্রিকেট দলকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ দল। প্রথম ব্যাট করে শারমিন আখতার ও ফারজানা হক পিংকির জোড়া হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ২১৫ রান তুলেছিল বাংলাদেশের মেয়েরা। জবাবে বাংলাদেশী বোলারদের দাপটে ৩২.১ ওভারে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ কলম্বোর পি.সারা ওভালে শক্ত প্রতিপক্ষ পাকিস্তান মহিলা দলের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে রুমানার দল। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান ওপেনার শারমিন সুলতানা, ফিরে যান ০ রানে। তবে দ্বিতীয় উইকেটে ৫১ রানের দারুণ এক জুটি গড়েন শারমিন আক্তার ও সানজিদা ইসলাম। সানজিদা ৪৭ বলে ৪ চারে ২৮ রান করার পর সাজঘরে ফিরে যান। তবে তৃতীয় উইকেটে আবার শারমিনের সঙ্গে ফারজানা দীর্ঘক্ষণ ব্যাট করেন। ৬৯ রানের বড় এক জুটি গড়ে ওঠে দু’জনের মধ্যে। শারমিন অর্ধশতক হাঁকিয়ে সাজঘরে ফেরার পর জুটি ভাঙ্গে। তিনি ৮৬ বলে ৭ চারে এ রান করেন। তবে ফারাজানা দারুণ খেলতে থাকেন। তিনি থেমেছেন অর্ধশতক হাঁকিয়ে। ৭২ বলে ৭ চারে ৫১ রান করে সাজঘরে ফেরেন তিনি। সপ্তম উইকেটে সালমা খাতুন ও শায়লা শারমিন ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে দুই ’শ পেরিয়ে যায় বাংলাদেশের রান। সালমা ৩১ বলে ৪ চারে ৩২ এবং শায়লা ২৮ বলে ১ চারে ২০ রান করে অপরাজিত থাকেন। ৬ উইকেটে ২১৫ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাপুয়া নিউগিনি। মাত্র ২ রানেই দুই উইকেট হারায় তারা। তবে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে ৫৭ রানের জুটি গড়ে তোলেন তানিয়া রুমা ও পাউকি সিয়াকা। তবে ৪১ বলে ৪ চারে ৩২ রান করা সিয়াকাকে রুমানা এবং রুমা ২০ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরার পর সেই প্রতিরোধ ভেঙ্গে পড়ে। টানা উইকেট খোয়াতে থাকে পাপুয়া নিউগিনি। এরপর কোনিও ওয়ালা শুধু ২৯ রান করতে পেরেছেন। ১৭ ওভার ৫ বল বাকি থাকতেই পাপুয়া নিউগিনির ইনিংস থুবড়ে পড়ে ৯৭ রানে। দুটি করে উইকেট নেন জাহানারা আলম, পান্না ঘোষ, সালমা ও রুমানা। স্কোর ॥ বাংলাদেশ মহিলা দলের ইনিংস- ২১৫/৬; ৫০ ওভার (শারমিন ৫৬, ফারাজানা ৫১, সালমা ৩২*, সানজিদা ২৮, শায়লা ২০*; ওয়া ২/২৩, জিমি ২/৩২, টম ২/৩৫)। পাপুয়া নিউগিনি মহিলা দলের ইনিংস- ৯৭/১০; ৩২.১ ওভার (সিয়াকা ৩২, ওয়ালা ২৯, রুমা ২০; রুমানা ২/১৩, সালমা ২/১৪, পান্না ২/২০, জাহানারা ২/২৭)। ফল ॥ বাংলাদেশ মহিলা দল ১১৮ রানে জয়ী।
×