ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান সৌমেন সেনগুপ্ত

প্রকাশিত: ০৫:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০১৭

বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান সৌমেন সেনগুপ্ত

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৭ ফেব্রুয়ারি ॥ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক বাবু সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে তিনদিনের শোক পালিত হচ্ছে জেলার সর্বত্র। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ পাড়া-মহল্লার প্রতিটি বাড়ি ও দোকানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং কালো ব্যাজ ধারণ করেছে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। দিনভর শ্রদ্ধা নিবেদন শেষে সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক কার্যালয়ে খোলা শোক বইতে নিজেদের মতামত ব্যক্ত করেন শোকার্ত মানুষ। ভাটি বাংলার প্রাণ পুরুষের রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন সংগঠন, দিরাই-শাল্লা আসনের সর্বস্তরের জনগণ তাদের মতামতে এই আসনে ‘বাবুর যোগ্য উত্তরসূরি’ তাঁর একমাত্র ছেলে আইটি ইঞ্জিনিয়ার সৌমেন সেনগুপ্তকে তাদের আগামী দিনের কর্ণধার করার পক্ষে মতামত দেন। প্রিয় নেতাকে হারিয়ে একদিকে যেমন বিলাপ করছে হাওড়-ভাটির জনপদের সর্বস্তরের মানুষ তেমনি তাঁর সন্তানকে এই আসনে নির্বাচিত করে সদ্য প্রয়াত ‘সেনগুপ্তের’ অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান বলে নিজস্ব ও সাংগঠনিক মতামত তুলে ধরেন দিরাই-শাল্লা নির্বাচনী এলাকার মানুষ। সে জন্য তারা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে, রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত বলেছেন, আমাকে বলা হয়েছিল বাবার মরদেহের সঙ্গে ঢাকা থেকে আত্মীয়স্বজন কারা আসবেন। আমি বলেছিলাম দিরাই-শাল্লার সকল মানুষই বাবার আত্মীয়তার সূত্রে আমার আত্মীয়। বাবা আজীবন দিরাই-শাল্লার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আজকের এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আসা অশ্রুসজল চোঁখে হাজার হাজার মানুষের ঢলই প্রমাণ করে দিরাই-শাল্লার মানুষ আমার বাবাকে কত ভালবাসেন। আমি আপনাদের সহযোগিতায় বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। সুরঞ্জিত সেন গুপ্তের একমাত্র সন্তান সৌমেন সেনগুপ্ত উপস্থিত জনতার উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাবা তাঁর কর্মের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার আত্মীয় রেখে গেছেন । সোমবার বিকেলে দিরাইয়ের আনোয়ারপুরে সুরঞ্জিত সেনগুপ্তের নিজ বাড়ি সংলগ্ন বালুর মাঠে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের উদ্দেশে একথা বলেন সৌমেন সেনগুপ্ত। ‘সৌমেন সেনগুপ্ত উপস্থিত লোকজনের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন। বাবা যেভাবে জীবনভর মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করেছেন, আমি যেন সেভাবে থাকতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি।’ দিরাই-শাল্লাসহ সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সুরঞ্জিত সেনগুপ্তের ভক্ত-সমর্থক এবং আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন,‘ আপনারা আমার বাবার প্রতি যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন সেজন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ ও ঋণী।’
×