ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসি জাতির প্রত্যাশা পূরণে সক্ষম হবে ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০১৭

ইসি জাতির প্রত্যাশা পূরণে সক্ষম হবে ॥ হানিফ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কিছুটা উত্তেজনা আর হাল্কা হাতাহাতির মধ্য দিয়েই জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বর্ধিত সভা শুরুর আগে স্থানীয় সুর সম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনের সামনে দুই গ্রুপের কর্মীদের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। বিশেষ এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুুুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এনামুল হক শামীম। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তেব্যে মাহবুব-উল আলম হানিফ বলেন, রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের কাছ থেকে তালিকা নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন। আমরা আশা করি, যে নির্বাচন কমিশন গঠিত হবে তা জাতির প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি, বিএনপিসহ সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে সহায়তা করবে। অশুভ চক্রান্তকে মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের মধ্যে ভুলত্রুটি থাকতে পারে। আমরা মানুষ। তাই ভুলত্রুটি হতে পাবে। এসব সংশোধন করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের দলে বড় ধরনের কোন বিভক্তি নেই। সামান্য যেসব দ্বন্দ্ব-বিভক্তি আছে তা মিটমাট করতে হবে। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে জয়লাভ করতে হবে। গণতন্ত্র, স্বাধীনতা ও নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করতেই জয়ী হতে হবে। ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি দূর করার আহ্বান জানান তিনি। সভায় আরও বক্তব্য রাখেনÑ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াসীন, মুজিবুর রহমান বাবুল প্রমুখ।
×