ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেফারি নিয়োগ হয়ে গেছে, নির্বাচনের মাঠে খেলা হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০১৭

রেফারি নিয়োগ হয়ে গেছে, নির্বাচনের মাঠে খেলা হবে ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৭ ফেব্রুয়ারি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনের রেফারি নিয়োগও হয়ে গেছে, খেলা হবেই। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, যদি সাহস থাকে মাঠে আসেন, খেলা হবে। মাঠ ছেড়ে পালিয়ে যাবেন না। গত নির্বাচনের আগে খালেদা জিয়া বলেছিলেন নির্বাচন হবে না। নির্বাচন বন্ধ করতে জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা সবই করেছেন। তারপরও নির্বাচন হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ সংলগ্ন ‘জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল’র ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী নাসিম এসব কথা বলেন। নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন মোরশেদ আলম এমপি, লক্ষ্মীপুরের সংসদ সদস্য শাহজাহান কামাল, জেলা পরিষদ চেয়ারম্যান এবিএম জাফর উল্যাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী, সাবেক সভাপতি মোঃ হানিফ, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মলয় কান্তি চক্রবর্তী, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন প্রমুখ। স্বাস্থ্যমন্ত্রী নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ২০১৯ সালে নির্ধারিত সময়ে নির্বাচন হবে। তাই নির্বাচন ঘরের কাছে এসে গেছে। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। কারণ, আগামী নির্বাচন হবে অপশক্তির বিরুদ্ধে। সরকারের উন্নয়নের কথা বলতে গিয়ে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে টাকা দেয়নি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ়তায় জনগণের অর্থে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। তিনি বলেন, বিএনপি সরকার ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকসহ স্বাস্থ্যসেবার অনেকগুলো খাত বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিকগুলো সচল করেছে। হাসপাতালগুলো চিকিৎসক ও নার্সসহ জনবল নিয়োগ দেয়া হয়েছে। এতে গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। সুধী সমাবেশ শেষে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বিকেলে জেলা শহরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এর আগে তিনি দুপুরে বেগমগঞ্জে পৌঁছে চৌমুহনী পৌরসভা চত্বরে মরহুম জননেতা নুরুল হকের কবর জিয়ারত করেন।
×