ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পথ ভুলে লোকালয়ে জলচর পাখি মদনটাক

প্রকাশিত: ০৫:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০১৭

পথ ভুলে লোকালয়ে জলচর পাখি মদনটাক

মামুন-অর-রশিদ, রাজশাহী থেকে ॥ দেশে বিলুপ্তপ্রায় পাখিদের মধ্যে ‘মদনটাক’ একটি। এখন আর সচরাচর এই পাখি দেখা যায় না। মদনটাক বড় ঠোঁটের এক জলচর পাখি। এরা সাধারণত জলমগ্ন মাঠ, খাল, জলময় চরে বিচরণ করে থাকে। তবে পথ ভুলে লোকালয়ে চলে আসা একটি মদনটাক উদ্ধার করেছে রাজশাহীর বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। জেলার পবা উপজেলার হাড়–পুর এলাকার কেতাব আলী কাচুর বাড়ি থেকে বিরল এ পাখিটি সোমবার রাতে উদ্ধার করা হয়েছে। রাজশাহীর বন সংরক্ষণ কর্মকর্তা আমজাদ আলী জানান, উদ্ধারের সময় উপযুক্ত খাবারের অভাবে এটি অনেকটাই দুর্বল ছিল। উড়তে পারছিল না। তবে পরিচর্যা ও চিকিৎসা দেয়ার পর এটি এখন সুস্থ। পাখা মেলতে পারছে। আজ বুধবার যে কোন বনাঞ্চল অথবা রাজশাহীর শহীদ এএইচএম কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় এটি অবমুক্ত করা হবে। রাজশাহীর বন সংরক্ষণ কর্মকর্তা আমজাদ আলী জানান, গত ৫ ফেব্রুয়ারি এ মদনটাকটি পথ ভুলে নগরীর অদূরে হাড়–পুর এলাকার লোকালয়ে প্রবেশ করে। তবে স্থানীয় শিশুদের কবল থেকে সেটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান স্থানীয় কেতাব আলী কাচু। খবর পেয়ে সোমবার রাতে পাখিটি উদ্ধার করে বন সংরক্ষণ বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। মদনটাকটি এখন সুস্থ বলে জানান তিনি। তিনি জানান, দেশে মদনটাক বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। এর বৈজ্ঞানিক নাম খবঢ়ঃড়ঢ়ঃরষড়ং লধাধহরপঁং। এদের পিঠের দিক ঘন কালো। দেহের নিচের দিক সাদা। মুখের চামড়া ও ঘাড় লালচে। পা লম্বা। মাথা ন্যাড়া। এরা জলমগ্ন মাঠ, খাল, জলময় বন, প্যারাবন ও মোহনায় একা বা জোড়ায় বিচরণ করে। অগভীর পানিতে ধীরে হেঁটে এরা খাবার খায়। খাদ্য তালিকায় রয়েছে মাছ, শামুক, ঝিনুক, ব্যাঙ, সাপ, ইঁদুর, টিকটিকি, চিংড়ি জাতীয় প্রাণী ও পশুর মৃতদেহ। সাধারণত বড় গাছে ডালপালা দিয়ে বাসা বানায়।
×