ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান

প্রকাশিত: ০৫:৪০, ৮ ফেব্রুয়ারি ২০১৭

সিরাজগঞ্জে বিরল  রোগে আক্রান্ত রোগীর সন্ধান

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে বিরল রোগে আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া গেছে। প্রায় ৩৫ বছর ধরে তিনি এ রোগে ভুগছেন। চক্ষু লজ্জায় সে বাইরে বের হয় না। এ রোগীর নাম শাহাদত হোসেন। বয়স আনুমানিক ৫২ বছর। বাড়ি শাহজাদপুর উপজেলার চরকাদাই গ্রামে। তাকে মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নিউরো সায়েন্স ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর আগে শহীদ এম মনসুর আলী সরকারী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মনোয়ার আলীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের মেডিক্যাল বোর্ড পরীক্ষা করে নিউরো ফাব’মা রোগ হিসেবে চিহ্নিত করে তাকে উন্নত চিকিৎসার সুপারিশ করেছেন। বোর্ডের অন্য সদস্যরা হলেন, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ এম. আকরামুজ্জামান ও সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাঃ আবু রায়হান। রোগীর নিকটাত্মীয় বা স্বজন কারও সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া তথ্যে জানা য গেছে, অজানা রোগে তার মুখ বিকৃত হয়ে গেছে। তিনি ছিলেন মাটি কাটার শ্রমিক। স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। ইতোমধ্যে মেয়ে দুটো বিয়ে দিয়েছেন। স্ত্রী ও ছোট ছেলে নিয়ে চলছে তার সংসার। প্রায় ৩৫ বছর আগে প্রথমে তার শরীরে গুটি গুটি দেখা দেয়। ধীরে ধীরে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার মাটি কাটা কাজও বন্ধ হয়ে যায়। কারণ কেউ তাকে কাজ দেয় না। এ অবস্থায় প্রায় ৫/৭ বছর সে লোক চক্ষুর আড়ালে দিন কাটায়। ফেসবুক থেকে জানতে পেরে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা রোগী শাহাদত হোসেনকে দেখতে যান এবং উন্নত চিকিৎসা সহায়তায় আর্থিক সহযোগিতা দেন। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মনজুর রহমানও রোগীকে হাসপাতারে মেডিক্যাল বোর্ড গঠন করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ শেষে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণের সুপারিশ করেন।
×