ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ত্র ও গুলি উদ্ধার

সুন্দরবনে বন্দুক যুদ্ধে দস্যু বাহিনী প্রধান নিহত

প্রকাশিত: ০৫:৪০, ৮ ফেব্রুয়ারি ২০১৭

সুন্দরবনে বন্দুক যুদ্ধে দস্যু বাহিনী প্রধান নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারি খাল এলাকায় র‌্যাব-৬ ও বনদস্যু সামসু ওরফে সামসু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান সামসু নিহত হয়। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মনির আহম্মেদ জানান, র‌্যাব-৬-এর একটি টহল দল মঙ্গলবার সকালে সুন্দরবনে নিয়মিত টহল দিতে যায়। দলটি এদিন দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারি খাল এলাকায় পৌঁছলে তাদের লক্ষ্য করে দস্যুরা গুলি ছুড়তে শুরু করে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। দুপুর সোয়া বারোটা থেকে সোয়া একটা পর্যন্ত বন্দুকযুদ্ধ চলার পর বনদস্যু সামসু বাহিনী পিছু হটে। তখন সেখানে তল্লাশি করে বাহিনী প্রধান সামসুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র‌্যাব তাকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দস্যু বাহিনীর একটি সিঙ্গেল ব্যারেল বিদেশী বন্দুক, দুটি ডাবল ব্যারেল দেশী বন্দুক, দুটি হাঁসুয়া, ৩৬ রাউন্ড গুলি র‌্যাব উদ্ধার করেছে। দস্যু বাহিনী প্রধান সামসুকে উদ্ধার করে চিকিৎসার জন্য মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ঘণ্টাখানেক পর সে মারা যায়। এ ঘটনায় মংলা থানায় র‌্যাবের পক্ষ থেকে দুটি মামলা দায়ের ও লাশ হস্তান্তর করা হয়।
×