ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন বছরে চিনির দাম বেড়েছে ১০ শতাংশ

প্রকাশিত: ০৫:৩০, ৮ ফেব্রুয়ারি ২০১৭

নতুন বছরে চিনির দাম বেড়েছে ১০ শতাংশ

নতুন বছরের প্রথম মাসেই বিশ্ববাজারে চিনির দাম বেড়েছে সবচেয়ে বেশি। জানুয়ারি মাসে পণ্যটির দর বেড়েছে প্রায় ১০ শতাংশ। জাতিসংঘের অঙ্গসংস্থা খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২ জানুয়ারি এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয় ব্রাজিল, ভারত ও থাইল্যান্ডে চিনি উৎপাদন সঙ্কটপূর্ণ অবস্থা পার করায় এর পুরো প্রভাব সার্বিক মূল্য চিত্রে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে দেশের বাজারেও গত কয়েকমাস ধরে চিনির বাজার চড়া। এসময়ে আমদানিতে ছিল মন্দা। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশে চিনি আমদানি হয়েছে দুই লাখ টন, যা গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৪ শতাংশ কম।-অর্থনৈতিক রিপোর্টার কর্মীদের ১২শ’ গাড়ি উপহার দিল গুজরাটের ব্যবসায়ী আবার সংবাদের শিরোনাম হলেন- গুজরাটের ব্যবসায়ী সবজিভাই ঢোলাকিয়া প্রকাশ ‘সবজি কাকা’। এবারও তার হীরা উত্তোলন ও বিপণনের প্রতিষ্ঠান হরেকৃষ্ণ এক্সপোর্টার ১২০০ কর্মীকে গাড়ি উপহার দিয়েছে। প্রতিষ্ঠানটি সাধারণত কর্মীদের ইনসেন্টিভ স্বরূপ গাড়ি, হীরে বা গয়না উপহার দেয়ার জন্য বিখ্যাত। কর্মীদের ভাল বোনাস দেয়ার জন্য প্রত্যেক বছরই খবরের শিরোনামে আসে। শুধু বোনাসই নয়, কর্মীদের ভাগ্যে গাড়ি, গয়নাও জোটে। ২০১৩ সালে এই ব্যবস্থা চালু করেছিল হরেকৃষ্ণ এক্সপোর্টা। সে বছর কর্মীদের ১২৬০ গাড়ি উপহার দিয়েছিল প্রতিষ্ঠানটি। এর মধ্যে ছিল মারুতি সুজুকি, ড্যাটসান ও ফিয়াটের মতো গাড়ি। ২০১৩ সালের ধারাবাহিকতায় সবজিকাকা এবারও কর্মীদের হাতে গাড়ি উপহার তুলে দিয়েছেন।-অর্থনৈতিক রিপোর্টার
×