ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাত মাসে রেকর্ড ৩২ দশমিক ৪১ শতাংশ এডিপি বাস্তবায়ন

প্রকাশিত: ০৫:২৫, ৮ ফেব্রুয়ারি ২০১৭

সাত মাসে রেকর্ড ৩২ দশমিক ৪১ শতাংশ এডিপি বাস্তবায়ন

স্টাফ রিপোর্টার ॥ প্রতি অর্থবছরের শুরুতে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) দ্রুত বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়। বাস্তবে তা কাক্সিক্ষত গতি পায় সামান্যই। তবে চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের গতি বেড়েছে। অর্থবছরের ৭ মাসে (জুলাই-জানুয়ারি) বার্ষিক উন্নয়ন এডিপি বাস্তবায়ন হয়েছে ৩২ দশমিক ৪১ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ২৮ শতাংশ। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একই সময়ের বিচেনায় এটিকে ‘রেকর্ড এডিপি বাস্তবায়ন’ বলে দাবি করেছেন। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে একনেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এডিপি বাস্তবায়নের তথ্য জানিয়ে এ দাবি করেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, টাকার অংকে এ বছর এখন পর্যন্ত এডিপি বাস্তবায়ন সর্ববৃহৎ। তিনি জানান, জুলাই-জানুয়ারি ৭ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো মোট ব্যয় করেছে ৩৯ হাজার ৯৭৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৮ হাজার ৭৫০ কোটি টাকা। অর্থাৎ চলতি বছরের একই সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো ১১ হাজার কোটি টাকা বেশি খরচ করতে পেরেছে।
×