ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাসস’র এমডি পদে ফের তিন বছরের জন্য নিয়োগ পেলেন আবুল কালাম আজাদ

প্রকাশিত: ০৫:০১, ৮ ফেব্রুয়ারি ২০১৭

বাসস’র এমডি পদে ফের তিন বছরের জন্য নিয়োগ পেলেন আবুল কালাম আজাদ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে আবুল কালাম আজাদের নিয়োগের মেয়াদ আরও তিন বছরের জন্য বৃদ্ধি করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ খবর জানিয়ে বলা হয়, সরকার তার নিয়োগ আরও তিন বছরের জন্য বৃদ্ধি করেছে। খবর বাসস’র। সাংবাদিক আবুল কালাম আজাদ ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সচিবের পদমর্যাদায় বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পান। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ছিলেন। এর আগে তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন। আবুল কালাম আজাদ ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকে সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে তিনি বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় ১১-দলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা বিভাগের কোষাধ্যক্ষ ছিলেন। আবুল কালাম আজাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য।
×