ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনএসইউতে সিভিল ফেস্ট

প্রকাশিত: ০৪:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০১৭

এনএসইউতে সিভিল ফেস্ট

অপরিকল্পিত নগরীর নানা সমস্যা আজ উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা। ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ারদের ঢাকা শহরের উন্নয়নে ব্যাপক কাজ করতে হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) অনুষ্ঠিত দু’দিনব্যাপী (৬ ও ৭ ফেব্রুয়ারি) সিভিল ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সিভিল এ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ। সোমবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। দু’দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কনফারেন্স, সিএডি প্রতিযোগিতা, পোস্টার ও প্রজেক্ট উপস্থাপন, পেপার ব্রিজ প্রদর্শন, টেকনিক্যাল সেমিনার এবং স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান অলিম্পিয়াডসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে এনএসইউ’র বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি বোর্ড অব ট্রাস্টির সদস্য বেনজির আহমেদ, মোহাম্মদ শাহজাহান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের সভাপতি মোঃ কবির আহমেদ ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবেদ বারি, চেয়ারম্যান, সিভিল এ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, মোঃ সিরাজুল ইসলাম, ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, মেজর জেনারেল আবু সাঈদ মোঃ মাসুদ, প্রধান সমন্বয়ক, সিএসসি, পদ্মা সেতু প্রকল্প। -বিজ্ঞপ্তি
×