ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

গ্রন্থমেলাসহ চসিকের নানা আয়োজন

প্রকাশিত: ০৪:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০১৭

গ্রন্থমেলাসহ চসিকের নানা আয়োজন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশ উপলক্ষে বইমেলা, একুশে পদক প্রদান ও সাহিত্য পুরস্কারসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মঙ্গলবার কর্পোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য রক্ষা বিষয়ক স্থায়ী কমিটি এবং সমাজ কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, কর্মসূচীর মধ্যে রয়েছে মুসলিম হল প্রাঙ্গণে ১৪ দিনব্যাপী বইমেলা, একুশে পদক প্রদান এবং সাহিত্য পুরস্কার প্রদান ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। বইমেলা আয়োজনে কাউন্সিলর নাজমুল হক ডিউককে আহ্বায়ক এবং প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিনকে সদস্য সচিব নির্বাচিত করে একটি কমিটি গঠিত হয়েছে। সাহিত্য পুরস্কার প্রদান বিষয়ে একটি কমিটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উপর একটি রিপোর্ট তৈরি করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় মেয়র আ জ ম নাছির উদ্দিন ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
×