ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে শেরপুর কারাগারের সুপারের বদলি

প্রকাশিত: ০৪:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০১৭

অবশেষে শেরপুর কারাগারের সুপারের বদলি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৭ ফেব্রুয়ারি ॥ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগসহ অঘটনের দীর্ঘ ৪ মাস পর শেরপুর জেলা কারাগারের সেই সুপার মজিবুর রহমানের বদলির আদেশ হয়েছে। একই সঙ্গে তার স্থলে জামালপুরের সুপার সুরাইয়া আক্তারকে পদায়ন করা হয়েছে। আইজি (প্রিজন) অফিসের এক পত্রে তাকে ওই বদলির আদেশ দেয়া হয়। মঙ্গলবার বিকেলে প্রশাসন ও কারাগারের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র ওই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে সুপারের ওই বদলির আদেশে জেলা কারাগারসহ স্থানীয় অধিবাসীদের মাঝে সন্তোষ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, সুপার মজিবুর রহমান প্রায় ৩ বছর আগে শেরপুর কারাগারে যোগদানের পর থেকেই অনিয়ম-দুর্নীতি চালিয়ে আসছিলেন। সর্বশেষ ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জামিন পাওয়া আসামিদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রকাশ্যে নগদ টাকা হাতিয়ে নেয়ার ঘটনার প্রতিবাদ করতে গেলে পার্শ্ববর্তী নওহাটা এলাকার পরিবহন শ্রমিক নেতা আলমগীর হোসেন বিশুকে কারা অভ্যন্তরে নিয়ে সুপার মজিবুর রহমানের সামনেই তাকে পিটিয়ে রক্তাক্ত করে কারারক্ষীরা।
×