ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অর্থ আত্মসাত ॥ সাবেক বন কর্মকর্তা আটক

প্রকাশিত: ০৪:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০১৭

অর্থ আত্মসাত ॥ সাবেক বন কর্মকর্তা আটক

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৭ ফেব্রুয়ারি ॥ সরকারী কোষাগারে জমা না দিয়ে নিজেই বিপুল অর্থ আত্মসাতের দায়ে মুখলেছুর রহমান নামে বন বিভাগের এক সাবেক র‌্যাঞ্জ কর্মকর্তাকে আটক করেছে হবিগঞ্জ দুদক। এই কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমানের নির্দেশে সংশ্লিষ্ট ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক মোঃ ফখরুল ইসলাম মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগরস্থ দুদক কার্যালয় থেকে মুখলেছুরকে আটক করেন। তার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন রায়েরপাড়া গ্রামে এবং মৃত লুৎফুর রহমানের ছেলে। এদিকে হবিগঞ্জ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক ও সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, আটকের পরপরই এই বন কর্মকর্তাকে হবিগঞ্জ সদর থানার ডিউটি অফিসার বাচ্চুর কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানান, মৌলভীবাজার জেলাধীন জুরীতে র‌্যাঞ্জ কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাবস্থায় মুখলেছুর রহমান বন বিভাগের বিভিন্ন খাতের আয় থেকে প্রাপ্ত টাকা সরকারী কোষাগারে জমা না দিয়ে ৭ লাখ ৩০ হাজার ৪শ’ ৪২ টাকা নিজেই আত্মসাত করেন।
×