ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৪:৩২, ৮ ফেব্রুয়ারি ২০১৭

  টু   ক  রো  খ   ব   র

ইটভাঁটির দেয়াল ধসে শ্রমিক নিহত নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৭ ফেব্রুয়ারি ॥ পীরগাছায় ইটভাঁটির দেয়াল ধসে আব্দুল আজিজ (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফুলমিয়া নামে অপর এক শ্রমিক। নিহত আজিজ কাউনিয়া উপজেলার বাহাগিলি গ্রামের এছার উদ্দিনের ছেলে। আহত ফুলুমিয়ার বাড়িও একই গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পীরগাছা থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পীরগাছার কল্যাণী ইউনিয়নের বড়দরগাহ ফকিরা গ্রামে ইদ্রীস আলী নামে এক ব্যক্তির ইটভাঁটিতে কাজ করার সময় ইটের দেয়াল ধসে গুরুতর আহত হন আজিজ ও ফুলমিয়া। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজিজকে মৃত ঘোষণা করেন। গুলি ও মাদক উদ্ধার ॥ আটক দুই স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে পিস্তল ও বন্দুকের গুলি, গুলি তৈরির ডাইস ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার এক আইনজীবীসহ দুইজনকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। আটককৃতরা হলোÑ গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া রিয়াজ নগর এলাকার আয়েশা মঞ্জিলের আলমগীর হোসেনের ছেলে এ্যাডভোকেট আশরাফুল আলম প্রিন্স এবং মজলিশপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মামুন হোসেন। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, জেলা শহরের শিববাড়ি এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও আইনজীবী স্টিকারযুক্ত ব্যক্তিগত একটি প্রাইভেটকারসহ আশরাফুল আলম প্রিন্সকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে আউটপাড়া এলাকার তার বাসা থেকে আরও ৫০ ইয়াবা ট্যাবলেট, ৩৭ রাউন্ড বন্দুকের গুলি, পয়েন্ট টু-টু বোর পিস্তলের ৫৭ রাউন্ড গুলি, গুলি বানানোর ডাইস, অস্ত্রের বাট, দুটি চাপাতি এবং ১২টি মোবাইল ও ট্যাব উদ্ধার করা হয়। পরে পুলিশ মজলিশপুর এলাকা থেকে তার সহযোগী মামুনকে আটক করে। ২০ লাখ টাকার হেরোইন জব্দ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিজিবির সদস্যরা গোদাগাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের এককেজি হেরোইন জব্দ করেছে। তবে এরসঙ্গে জড়িত কাউকে ধরতে পারেনি বিজিবি। সোমবার গভীর রাতে গোদাগাড়ীর ফুলতলা পদ্মানদীর চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হেরোইনগুলো জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহলদল গোদাগাড়ি থানাধীন ফুলতলা পদ্মা নদীর চর নামক এলাকায় টহল পরিচালনা করে ভারতীয় হেরোইন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। ভুয়া চিকিৎসক গ্রেফতার স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরের চরপাড়া এলাকার ভরসা ডায়াগনস্টিক সেন্টার থেকে গোলাম রব্বানী নামে এক ভুয়া চিকিৎসককে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি জামালপুর জেলার বকশিগঞ্জ থানায় এবং তার পিতা ফজলুল হক একজন পল্লী চিকিৎসক বলে জানান তিনি। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে চরপাড়া এলাকায় ‘ভরসা ডায়াগনস্টিক সেন্টার’ খুলে চেম্বার পেতে মেডিসিন বিশেষজ্ঞ পরিচয়ে গোলাম রব্বানী প্রায় দুই বছর ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। পৌর কাউন্সিলর দুলাল উদ্দিন জানান, গোলাম রব্বানী মেডিসিন, গ্যাস্ট্রিক, নাক, কান, গলা, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞের পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করা হয়। ১২ লাখ টাকা জরিমানা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অভিজাত মিষ্টি বিপণি মিষ্টিবন ও স্বাদকে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও পরিবেশনের অভিযোগে প্রত্যেককে ৬ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের আলিরজাহাল দুটি কারখানাতে অভিযান চালানো হয়। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, অভিজাত মিষ্টি বিপণিগুলোতে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করে বাজারজাত করার অভিযোগ ছিল দীর্ঘদিনের। বিনামূল্যের বই বাজারে স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে খোলাবাজারে সরকারের বিনামূল্যের পাঠ্যবই বিক্রি হচ্ছে প্রকাশ্যে। অথচ জেলার বিভিন্ন উপজেলায় এখনও এ জাতীয় পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের কাছে পৌঁছেনি। উল্লেখ্য, বছরের প্রথমদিন বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে কয়েকটি বই প্রদান করা হয়। এরপর আরও কয়েকটি দেয়া হয়। কিন্তু সব বই এখনও শিক্ষার্থীরা পায়নি। এদিকে সব কটি পাঠ্যপুস্তক না পাওয়ার ঘটনায় অভিভাবকরা খোলাবাজার থেকে বিনামূল্যের এসব বই কিনে নিতে বাধ্য হচ্ছেন। অভিভাবকরা জানান, সরকারের বিনামূল্যের সব বই না আসার কারণে লেখাপড়ায় বিঘœ ঘটছে। সঙ্গতকারণে তারা বাধ্য হয়ে বইয়ের দোকান থেকে নগদ অর্থে প্রয়োজনীয় বইপুস্তক কিনতে বাধ্য হচ্ছেন। জানা গেছে, সবক্ষেত্রে পরিস্থিতি এক নয়। কোন কোন স্কুলের শিক্ষার্থীরা সব বই ইতোমধ্যে পেয়ে গেছে। কোন কোন স্কুলে পেয়েছে আংশিক। ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সূত্রে জানানো হয়েছে, অধিকাংশ পাঠ্যপুস্তক চলে এসেছে। হাতেগোনা কিছু আসেনি। আশা করা হচ্ছে এগুলোও অচিরেই পৌঁছে যাবে। তবে আশ্চর্যের বিষয়, সরকারী বিনামূল্যের পাঠ্যবই খোলাবাজারে কিভাবে বিক্রি হচ্ছে। জাতির পিতার মাজারে নড়াইলবাসীর মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৭ ফেব্রুয়ারি ॥ জাতির পিতার মাজারে এসে মানববন্ধন করেছে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীর হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী-অভিভাবকরা। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারের ১নং গেটের সম্মুখে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে মহাবিদ্যালয়টির পরিচালনা পর্ষদ, যশোরের অভয়নগর ও খুলনার দিঘলীয়া উপজেলাসহ সমগ্র নড়াইলবাসীর পক্ষ থেকে মহাবিদ্যালয়টির জাতীয়করণ বহাল রাখার দাবি জানানো হয়। এ সময় মহাবিদ্যালয়ের গবর্নিং বডির সভাপতি নজরুল ইসলাম তার বক্তব্যে জানান, ১৯৯৯ সালে মহাবিদ্যালয়টি স্থাপিত হয় এবং ২০০২এ এমপিওভুক্ত হয়। এরপর ২০১৬ সালের জুন মাসে মহাবিদ্যালয়টিকে জাতীয়করণ তালিকাভুক্ত করা হয়। কিন্তু রহস্যজনক কারণে এর অডিট ও পরিদর্শন কার্যক্রম বন্ধ হয়ে যায়। মুক্তিযোদ্ধা যাচাইবাছাই স্থগিত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা যাচাইবাছাই স্থগিত করা হয়েছে। মঙ্গলবার যাচাইবাছাইয়ের তারিখ পূর্ব নির্ধারণ করা থাকলেও হাইকোর্টের নির্দেশে তা স্থগিত করা হয়েছে। উপজেলা যাচাইবাছাই কমিটির সদ্যস্য খলিলুর রহমান কমান্ডার জানান, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী মঙ্গলবার উপজেলার মেদিনীম-ল ও কুমারভোগ ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাইবাছাই হওয়ার কথা থাকলেও সকাল ১০টায় ওই দুটি ইউনিয়নের তিন শতাধিক মুক্তিযোদ্ধা উপজেলায় এসে জানতে পারে যাচাইবাছাই স্থগিত করা হয়েছে। বেলা ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন উপজেলা অডিটরিয়ামে অপেক্ষাকৃত মুক্তিযোদ্ধাদের জানান, মুক্তিযোদ্ধাদের যাচাইবাছাইয়ের ওপর হাইকোর্টের স্থগিত আদেশ থাকায় যাচাইবাছাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। স্বামীকে হত্যা করে স্ত্রী থানায় স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে স্বামীকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছে এক স্ত্রী। মঙ্গলবার সকালে ঘাতক স্ত্রী মাজেদা বেগম (৩২) শ্রীনগর থানায় এসে দায়িত্বরত পুলিশ অফিসারকে জানায়, সে তার স্বামী অলিউল্লাহকে (৩৮) হত্যা করে ঘরে তালা দিয়ে রেখে এসেছে। মাজেদা বেগমের দেয়া তথ্য অনুসারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান উপজেলার পুটিমারা গ্রামের অলিউল্লাহর বসতঘরের বারান্দা থেকে লাশটি উদ্ধার করে। এ সময় অলিউল্লাহর হাত-পা ওড়না দিয়ে বাঁধা ও গলায় ওড়না পেঁচানো ছিল। মঙ্গলবার রাতে অলির সৌদি আরব যাওয়ার কথা ছিল। এর আগেই স্ত্রী তাকে হত্যা করে। অলিউল্লাহর পরিবার ও স্থানীয়রা জানায়, অলিউল্লাহ আঠার বছর ধরে সৌদি আরব প্রবাসী। মাঝে মাঝে সে দেশে আসত। চৌদ্দ বছর আগে হাসাড়া গ্রামের নুরু খলিফার মেয়ে মাজেদা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রবাসে থেকেই সে স্ত্রীর নামে প্রায় অর্ধ কোটি টাকার জমি কিনে। সর্বশেষ গত তিন মাস পূর্বে অলিউল্লাহ দেশে এসে ওই জমি বিক্রি করে ব্যবসা করতে চাইলে স্ত্রী তাতে বাদ সাধে। উপায় না দেখে অলিউল্লাহ পুনরায় সৌদি আবর যাওয়ার জন্য চেষ্টা করে। স্ত্রী তাতেও বাধা দেয় এবং ভিসাসহ অলিউল্লাহর পাসপোর্টটি ছিঁড়ে ফেলে। এ নিয়ে হাসাড়া ইউনিয়ন পরিষদে সালিশ হয়। পরে অলিউল্লাহ পুনরায় পাসপোর্ট বানিয়ে বিদেশ যাওয়ার উদ্যোগ নেয়। বিদেশ যাওয়ার আগের রাতেই তাকে স্ত্রী মাজেদা বেগম খুন করে। বলাৎকার ॥ শিক্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৭ ফেব্রুয়ারি ॥ বন্দরের কাইতাখালী মদিনাতুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র (৮) একই মাদ্রাসার শিক্ষক কর্তৃক বলৎকারের শিকার হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। জানা গেছে, কাইতাখালী মদিনুতুল উলুম মাদ্রসার শিক্ষক রফিকুল ইসলাম একই মাদ্রসার তৃতীয় শ্রেণীর নূরানী বিভাগের ছাত্রকে একা পেয়ে বলৎকার করে। অন্যান্য ছাত্ররা ঘটনাটি দেখে ফেললে এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় জনতারা ঘটনাটির প্রতিবাদ জানাতে মাদ্রাসায় ছুটে আসে। পরে স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্ত্রী-সন্তান হত্যার দায়ে স্বামীর মৃত্যুদ- নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৭ ফেব্রুয়ারি ॥ চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামে পারিবারিক কলোহের জের ধরে স্ত্রী হোসনে আরা ও শিশু কন্যা নাজনিনকে হত্যার অপরাধে স্বামী নাজমুল হাসানকে মৃত্যুদ- দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেল ৪টায় চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন। উল্লেখ্য, ২০১০ সালের ১৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১টায় নাজমুল নিজ ঘরে স্ত্রীকে হত্যা করে। শিশু কন্যা কান্নাকাটি করলে তাকেও একই কায়দায় হত্যা করে বাড়ির পার্শ¦বর্তী একটি পরিত্যক্ত ঘরে মাটির নিচে পুঁতে রাখে। ১৮ দিন পর কবর থেকে প্রবাসীর লাশ উত্তোলন স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে বিয়ের এক মাস ১২ দিনের মাথায় নিজ বাড়িতে নির্মমভাবে খুন হওয়া সৌদি ফেরত মৌলানা আনোয়ার হোসাইনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টেকনাফ বাহারছড়া বড়ডেইল কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে পুলিশ। জানা যায়, টেকনাফ বাহারছড়া মাস্টার মৃত আয়াছ উদ্দিনের পুত্র মৌলানা আনোয়ার হোসাইন (৪৫) দীর্ঘ ১৪ বছর ধরে সৌদি আরবে একটি মসজিদে ইমামতি করেন। দেশে এসে ৮ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
×