ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষ ॥ আহত ২০

প্রকাশিত: ০৪:২৯, ৮ ফেব্রুয়ারি ২০১৭

ফরিদপুরে দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষ ॥ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৭ ফেব্রুয়ারি ॥ ভাঙ্গায় একটি বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার প্রতিবাদে দুই ইউনিয়নবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২০ জন আহত হয়। মঙ্গলবার সকালে উপজেলার মানিকদাহ ও হামিরদী ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ প্রথমে লাঠিপেটা পরে কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, সোমবার মানিকদাহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এ এস একাডেমির সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা ছিল। বেলা ১১টার দিকে অনুষ্ঠান চলাকালে ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী মানিকদাহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের সাজ্জাদ শরীফের সঙ্গে একই শ্রেণীর শিক্ষার্থী হামিরদী ইউনিয়নের রাজকান্দা মহেশ্বরদী গ্রামের ইমরান তালুকদারের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওইদিন দুপুর দেড়টার দিকে সাজ্জাদ পাশের পুখুরিয়া বাসস্ট্যান্ডে আসলে ইমরানের নেতৃত্বে ৪-৫ জন তরুণ তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় সাজ্জাদকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার রাতে দুই পক্ষই সংগঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে পুখুরিয়া বাসস্ট্যান্ডের দুই পাশে দুই পক্ষের হাজার খানেক লোক জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।
×