ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ভ্যানচালক হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

প্রকাশিত: ০৪:২৮, ৮ ফেব্রুয়ারি ২০১৭

কুষ্টিয়ায় ভ্যানচালক হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৭ ফেব্রুয়ারি ॥ চাঞ্চল্যকর আবু বক্কর সিদ্দিক (৩০) হত্যা মামলার রায়ে ৬ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা আলমগীর হাসান এ রায় প্রদান করেন। ফাঁসির দ-প্রাপ্তরা হলেন- সাজ্জাদ, মাজেদ, শুকচাদ, রাশিদুল ইসলাম, কালাই ও মনছের আলী। এদের মধ্যে ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি রাশিদুল ইসলাম পলাতক রয়েছেন। কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট অনুপ কমার নন্দী জানান, কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের জোতপাড়া গ্রামের ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক গত ২০১২ সালের ১০ জুন সন্ধ্যায় বাড়িতে ভ্যান রেখে চায়ের দোকানে বসেছিলেন। রাত ১০টার দিকে দিকে আসামিরা আবু বক্করকে ডেকে পাশের মাঠে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পুরুষাঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা করে। পরদিন সকাল ৭টার দিকে জোতপাড়া কাঞ্চিখালি মাঠের মধ্যে থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
×