ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইলে রিচার্জ করতে গেলে লাগবে পরিচয়পত্র!

প্রকাশিত: ১৮:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০১৭

মোবাইলে রিচার্জ করতে গেলে লাগবে পরিচয়পত্র!

অনলাইন ডেস্ক॥ এবার রিচার্জ করা আর সহজ ব্যাপার থাকছে না। মোবাইলে রিচার্জ করতে গেলে এবার লাগবে পরিচয়পত্র। সোমবার ভারতের সুপ্রিম কোর্ট এমনটাই জানিয়েছে। শীঘ্রই ভারতে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানানো হয়েছে। খবর ভারতীয় গণমাধ্যমের। এক বছররে মধ্যে এই ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি। ভারতের ৯০ শতাংশ মানুষ প্রিপেড গ্রাহক বলে জানা গিয়েছে। বাকি ১০ শতাংশ গ্রাহক পোস্ট পেড। জানা গিয়েছে, এবার থেকে রিচার্জ করতে গেলে কোনও পরিচয়পত্র দেখাতে হবে। এর ফলে প্রতারণা বা জালিয়াতির ঘটনা কজবে। এক জনস্বার্থ মামলার জবাবে একথা জানানো হয়েছে।
×