ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে দুদকের মামলার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

প্রকাশিত: ০৯:০৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭

কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে দুদকের মামলার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির নেতা ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি খারিজ হয়েছে। ফলে তার মামলার তদন্ত চলতে আইনগত কোন বাধা থাকল না। অন্যদিকে চট্টগ্রাম মহানগরের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। দুদকের করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে কাজী ফিরোজ রশীদের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। আদালতে কাজী ফিরোজ রশীদের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
×