ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢামেক ও হাসপাতাল আধুনিকায়ন দ্রুত বাস্তবায়নে পিডি নিয়োগের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৯:০৪, ৭ ফেব্রুয়ারি ২০১৭

ঢামেক ও হাসপাতাল আধুনিকায়ন দ্রুত বাস্তবায়নে পিডি নিয়োগের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ঢামেক) আধুনিকীকরণের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার অনুষ্ঠিত ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আধুনিকীকরণের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ইসমাইল খান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং স্থাপত্য অধিদফতরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের আধুনিকায়ন কাজের অগ্রগতি পর্যালোচনাকালে কাজের শ্লথগতিতে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। সভায় ঢামেক হাসপাতালকে নতুন আঙ্গিকে রূপান্তরকালে শয্যা সংখ্যা পাঁচ হাজারে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
×