ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিভলবারসহ আটক ২

ডেন্টাল কলেজ ছাত্রাবাস থেকে প্রহৃত যুবককে উদ্ধার

প্রকাশিত: ০৮:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭

ডেন্টাল কলেজ ছাত্রাবাস থেকে প্রহৃত যুবককে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর ডেন্টাল কলেজ ছাত্রাবাসে চুরির অভিযোগে একদিন আটকে রেখে এক যুবককে পিটিয়েছে ছাত্ররা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রমনার বড় মগবাজার এলাকা থেকে বিদেশী রিভলবারসহ দু’জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অন্যদিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, রাজধানীর মিরপুরে ডেন্টাল কলেজ ছাত্রাবাসে মোবাইল ফোন চুরির অভিযোগে হাবিব (২০) নামে এক যুবককে পিটিয়েছে ছাত্ররা। একদিন আটককে রেখে তাকে মুচলেকা দিয়ে পরিবারের হাতে তুলে দিয়েছে তারা। সোমবার বিকেলে হাবিবকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত হাবিব জানান, তিনি ১০-১২ বছর ধরে ওই ছাত্রাবাসে ডাইনিংয়ে কাজ করেন। ছয় মাস আগে ছাত্রাবাসের ছয়টি মোবাইল ফোন চুরি যায়। ছাত্ররা দীর্ঘ অনুসন্ধান করে তাকে (হাবিবকে) সন্দেহ করে। পরে রবিবার বিকেল ৪টার দিকে তাকে ধরে নিয়ে ছাত্রাবাসের একটি কক্ষে আটকে রাখে। পরে রাতভর তাকে রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক প্রহার করে ছাত্ররা। এক পর্যায়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি নেয়া হয়। ছাত্রাবাসের ওই কক্ষে একদিন আটকে রেখে তারা হাবিবের ওপর অমানুষিক নির্যাতনের পর সোমবার বিকেলে তার মামাকে খবর দেয়া হয়। পরে ছাত্ররা মামার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে আহত অবস্থায় তার কাছে তুলে দেয়। অস্ত্রসহ গ্রেফতার দু’জন ॥ রাজধানীর রমনার বড় মগবাজার এলাকা থেকে বিদেশী রিভলবারসহ দু’জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, রাকিব (২৭) ও আকুল ম-ল (২৮)।
×