ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজীব গান্ধী দুই মামলায় বগুড়ার আদালতে ॥ ১৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৬:০৮, ৭ ফেব্রুয়ারি ২০১৭

রাজীব গান্ধী দুই মামলায় বগুড়ার আদালতে ॥ ১৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ঢাকার হলি আর্টিজান রেস্তরাঁয় হামলার ঘটনায় গ্রেফতারকৃত শীর্ষ জেএমবি নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে টাইগার আদিলকে বগুড়ার দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বগুড়ার পৃথক দুটি আমলী আদালতের দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শীর্ষ এ জঙ্গীকে বগুড়ার আদালতে হাজির করার সময় পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে। বগুড়ার মামলার তদন্তকারী কর্মকর্তারা ছাড়াও পুলিশের উর্ধতন কর্মকর্তা এবং থানা ও ডিবি পুলিশের কর্মকর্তারা আদালত এলাকায় উপস্থিত ছিলেন। বেলা ১১টায় তাকে আদালতে হাজির করা হয়। সে হলি আর্টিজান রেস্তরাঁয় হামলার অন্যতম মাস্টারমাইন্ড ও নব্য জেএমবির অন্যতম শীর্ষ ক্যাডার বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে সে গ্রেফতার হয়।
×