ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে শোকের ছায়া

শহীদ কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানের ইন্তেকাল

প্রকাশিত: ০৬:০৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭

শহীদ কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবী জাহানারা জামান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রবিবার রাত সাড়ে ১২টার দিকে ৮৪ বছর বয়সে ঢাকার গুলশানে নিজের বাসায় মারা যান জাহানারা জামান। জাহানারা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পৃথক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। অপর শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মরহুমার বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁর মৃত্যুতে শোকাহত রাজশাহীবাসী। পারিবারিক সূত্র জানায়, জাহানারা জামান বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। জাহানারা-কামারুজ্জামানের ছয় সন্তানের মধ্যে এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি। আজ মঙ্গলবার সকালে জাহানারা জামানের মরদেহ রাজশাহীতে নেয়া হবে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ইমতিয়াজ আহমেদ লিমন। তিনি জানান, সোমবার বাদ আসর বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে মরদেহ রাজশাহীতে নেয়া হবে। বাদ জোহর রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর পর নগরীর কাদিরগঞ্জ পারিবারিক গোরস্তানে শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানান লিমন। এদিকে জাহানারা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আখতার জাহান। পৃথক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সিটি কর্পোরেশর দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিম ছাড়াও রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, জাহানারা জামানের স্বামী এএইচএম কামারুজ্জামান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক এবং জনপ্রিয় নেতা ছিলেন।
×