ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচবার সেরা চাকরিদাতা নির্বাচিত হলো ইউনিলিভার

প্রকাশিত: ০৬:০৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭

পাঁচবার সেরা চাকরিদাতা নির্বাচিত হলো ইউনিলিভার

দেশের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পছন্দের চাকরিদাতা নির্বাচিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ। কোম্পানিটি পঞ্চমবারের মতো ‘এমপ্লয়ার অব চয়েস’ নির্বাচিত হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের শেষ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি স্বাধীন জরিপের মাধ্যমে ইউনিলিভার এমপ্লয়ার অব চয়েস নির্বাচিত হয়। একই মঙ্গে জরিপে শিক্ষার্থীরা ইউনিলিভারকে ড্রিম এমপ্লয়ার হিসেবেও উল্লেখ করেছে। ধারাবাহিকভাবে শিক্ষা-প্রতিষ্ঠান ভিত্তিক বিভিন্ন কমিউনিটি এবং শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, সম্পৃক্ততা এবং বিভিন্ন ধরনের কার্যক্রমই ইউনিলিভারকে এই অর্জন এনে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন গুনকের ভিত্তিতে ৩৯টি দেশী-বিদেশী কোম্পানিকে শনাক্ত করে। ইউনিলিভার সব ক্ষেত্রেই শিক্ষার্থীদের প্রথম পছন্দ নির্বাচিত হয়। ইউনিলিভারের ‘স্কুল অব লিডার্স’ চিন্তাধারা এমপ্লায়ার হিসেবে তার মূলবোধকে পরিচালিত করে। যা ক্যারিয়ারের প্রথম দিকেই বিভিন্ন চ্যালেঞ্জিং ও শিক্ষণীয় কাজের মাধ্যমে এমপ্লয়ারদের মাঝে ব্যবসায়িক ও কার্যকর নেতৃত্ববোধ গড়ে তোলে। ইউনিলিভার প্রতি বছর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম পরিচালনা করে। ‘বিজমায়েস্ত্র’ এবং ‘ইউনিলিভার ফিউচার লিডার প্রোগ্রাম’ তার মধ্যে অন্যতম। এসব প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দিনের চাকরি জীবনের জন্য তৈরি হতে পারে। এছাড়া শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুবিধাও দিয়ে থাকে ইউনিলিভার।-বিজ্ঞপ্তি
×