ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়বে ॥ চ্যান হেঙ্গ উইঙ্গ

প্রকাশিত: ০৫:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭

সিঙ্গাপুরের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়বে ॥ চ্যান হেঙ্গ উইঙ্গ

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সোমবার বঙ্গভবনে বিদায়ী সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার (অনিবাসী) চ্যান হেঙ্গ উইঙ্গ। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠককালে সিঙ্গাপুরের বিদায়ী হাইকমিশনার বলেন, তিনি বাংলাদেশে তার দায়িত্ব পালনের বিষয়টি উপভোগ করেছেন এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বাড়বে। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। খবর বাসস’র। বাংলাদেশে দায়িত্ব পালনকালে দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারে অবদান রাখার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান। বাংলাদেশে উৎপাদিত মানসম্মত ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত পণ্য ও তৈরি পোশাকের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে সিঙ্গাপুর আরও অধিক পরিমাণে এসব সামগ্রী আমদানির বিষয়টি বিবেচনা করতে পারে। বাংলাদেশে বিদ্যুত, জ্বালানি, টেলিযোগাযোগ এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ করার জন্য তিনি সিঙ্গাপুর সরকারকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বাংলাদেশের বিদ্যুত, সঞ্চালন, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো খাতে সিঙ্গাপুরের বিনিয়োগ এবং বাংলাদেশীদের নিয়োগ, বিশেষত সে দেশের আতিথেয়তা ও অন্যান্য সেবা খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের বিষয়টি বিবেচনার আহ্বান জানান। রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিদায়ী হাইকমিশনার বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এ সময় ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটের কন্সাল (হেড অব মিশন) ডেরেল লিউ, সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক উইলিয়াম চিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করিম খান চৌধুরী এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পর্তুগালে গুরুত্বপূর্ণ সেক্টর খুঁজে বের করার উপর গুরুত্বারোপ॥ রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সে দেশে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সেক্টর খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে জানান, পর্তুগালে সদ্য নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ রুহুল আলম সিদ্দিক সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিককে বাংলাদেশীদের জন্য ভিসা বিনিময় এবং দু’দেশে গুরুত্বপূর্ণ বাণিজ্য সেক্টর খুঁজে বের করতে বলিষ্ঠ পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। বৈঠকে রাষ্ট্রপতি তাকে সে দেশে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের নিরাপত্তা এবং কুশলাদি সম্পর্কে খোঁজ-খবর রাখারও পরামর্শ দেন। উল্লেখ্য, পর্তুগালে প্রায় ১৫ হাজার বাংলাদেশী শ্রমিক রয়েছে। রাষ্ট্রদূত সিদ্দিক সাক্ষাতের জন্য তাকে সময় দেয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পর্তুগালে তার দায়িত্ব পালনকালে সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
×