ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মন্ত্রিসভায় অনুমোদন

রিজার্ভের অর্থ থেকে ১০ বিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল হচ্ছে

প্রকাশিত: ০৫:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০১৭

রিজার্ভের অর্থ থেকে ১০ বিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল হচ্ছে

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অলস অর্থ থেকে পাঁচ বছরে ১০ বিলিয়ন ডলার নিয়ে ‘বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল’ গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ তহবিল গঠিত হলে সরকার এর অর্থ জনস্বার্থে যে কোন কাজে ব্যবহার করতে পারবে। এছাড়া দেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে হাতিয়ার দ্বীপে অস্থায়ীভাবে পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এবং জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন ও শোক প্রস্তাব গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের বলেন, এ তহবিলের অনুমোদিত মূলধন হবে ১০ বিলিয়ন ডলার। বছরে দুই বিলয়ন ডলার করে পাঁচ বছরে এ ১০ বিলিয়ন ডলার হবে। এ তহবিল গঠনে আইন তৈরির পাশাপাশি কাঠামোও তৈরি করা হবে। প্রাথমিকভাবে দুই বিলিয়ন মার্কিন ডলারে এ তহবিল গঠন করা হবে। আমাদের রিজার্ভ যিদি ৩০-৩২ বিলিয়ন ডলারের হয়, ওখান থেকে আমরা দুই বিলিয়ন ডলার নিলে অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে না। অনেক দেশেই এ ধরনের তহবিল আছে জানিয়ে শফিউল আলম বলেন, এটা আমাদের বড় প্রয়োজন হয় যখন বিদেশীদের সঙ্গে ম্যাচিং ফান্ড করি, আমাদের ডলার দিতে হয়। তিনি বলেন, দেখা গেল যে, কোন বিদেশী ব্যাংক আমাদের লোন দিল এবং বলা হলো সরকার এত পার্সেন্ট সমপরিমাণ ডলার দেবে, তখন এটা সাপোর্ট দেয়ার জন্য আমাদের কোন ব্যবস্থা থাকে না। এটা যদি হয় তাহলে আমাদের জন্য একটা ভাল সুবিধা হবে যে, আমরা এখান থেকে ওই টাকাটা সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারব। এ তহবিলের বহুমুখী ব্যবহার হতে পারে জানিয়ে সচিব বলেন, সরকার জনস্বার্থে যে কোন বিনিয়োগে এর অর্থ ব্যবহার করতে পারবে। যে কোন জরুরী প্রয়োজনে তা কাজে লাগানো যাবে। আইন ও কাঠামো তৈরি হলে সার্বভৌম সম্পদ তহবিল গঠনের এ প্রস্তাব পূর্ণাঙ্গ রূপ পাবে। বর্তমানে বাইরের ব্যাংক থেকে ইনফরমালি লোন নেয়া হয়। এখন একটা সিস্টেমের মধ্যে আসবে। আইন হলে বিস্তারিত জানা যাবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ উত্তরোত্তর বাড়ছে, সোমবার এর পরিমাণ ছিল ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। খাদ্য মজুদ সন্তোষজনক থাকায় এ বিপুল পরিমাণ ডলার অলস রাখার সমালোচনা হচ্ছে কয়েক বছর ধরে। তা বিনিয়োগে আনতে সুপারিশও করে আসছেন অর্থনীতিবিদরা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিভিন্ন সময়ে রিজার্ভ কাজে লাগানোর কথা বলে এলেও গত ডিসেম্বরে সাংবাদিকদের সামনে প্রথমবারের মতো তিনি সার্বভৌম সম্পদ তহবিল করার পরিকল্পনা প্রকাশ করেন। সেদিন তিনি প্রাথমিকভাবে ১০০ কোটি ডলার নিয়ে ৫০০ কোটি ডলারের এ তহবিল করার কথা বললেও মন্ত্রিসভায় তোলা প্রস্তাবে ওই অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। মুহিত সেদিন বলেন, বড় প্রকল্পের জন্য বিদেশ থেকে টাকা ঋণ না করে সরকার এ তহবিল থেকে অর্থ নিতে পারবে। তাতে ঋণের সুদ বাংলাদেশ ব্যাংক পাবে। অর্থও দেশে থাকবে। বিষয়টি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জনকণ্ঠকে বলেন, রিজার্ভ থেকে একটি অংশ সরিয়ে এ সভরেইন ফান্ড হবে, যাতে সরকার বড় প্রকল্পে প্রয়োজনীয় অর্থ ব্যবহার করতে পারে। সুদের হার কী হবে, কিভাবে অর্থ শোধ করা হবে, সেসব বিষয় পরে ঠিক করা হবে। এছাড়া বৈঠকে বিভিন্ন আইনের পাঁচটি খসড়া অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে চার্টার্ড এ্যাকাউন্টেন্ট আইন-২০১৭। এতে যে কোন অসদাচরণ বা অসাধুতার জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশের কোন সহযোগীর সদস্যপদ বাতিলের প্রস্তাব রয়েছে। এছাড়া অনুমোদনের মধ্যে বাণিজ্য সংগঠন আইন-২০১৭, কৃষির জন্য ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা-২০১৭ ও দুটি আইএমও কনভেনশনের অনুসমর্থন রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাণিজ্য সংগঠন আইনটি ছিল মূলত ১৯৬১ সালের অধ্যাদেশের বাংলা রূপান্তর। মন্ত্রিসভা বাণিজ্য মন্ত্রণালয়কে আইনটি যুগোপযোগী করে পেশ করতে বলেছে। ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইনটি ১৯৮৫ সালের এ সম্পর্কিত অধ্যাদেশের বাংলা রূপান্তর। এতে বলা হয়েছে, লাইসেন্স ও উপজেলা চেয়ারম্যানের অনুমোদন ছাড়া কোন টিউবওয়েল স্থাপন করা হলে সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানা বা সাত দিন কারাদ- বা উভয় দ-ই হতে পারে এবং সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় এ দ- নির্ধারিত হবে। রোহিঙ্গা পুনর্বাসন ॥ সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে অবস্থানরত সকল রোহিঙ্গাকে হাতিয়ার দ্বীপে অস্থায়ীভাবে পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত এক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবকে তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, এ রোহিঙ্গাদের ঘর বাঁধতে প্রয়োজন হলে সেনাবাহিনীকে কাজে লাগানো হবে। তারা এ কাজে তাদের সহায়তা করবে। একই সঙ্গে আন্তর্জাতিক দাতাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ সময় এক সিনিয়র মন্ত্রী বলেন, এবার দেখা যাবে আন্তর্জাতিক দাতা সংস্থা রোহিঙ্গাদের জন্য কেমন সাহায্যের হাত বাড়ায়। অপর এক মন্ত্রী বলেন, রোহিঙ্গারা ব্যাপক ক্ষতি করছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর পাশাপাশি তারা পাহাড় ও গাছ কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। শোক প্রস্তাব ॥ দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এবং জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রবীণ, দক্ষ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, দশম জাতীয় সংসদের সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে। এছাড়া জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতেও মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে। ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত। রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রথম জীবনেই বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়া এ রাজনীতিবিদ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামান (৮৪) রবিবার রাতে ঢাকার গুলশানে নিজের বাসায় মারা যান। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
×