ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোহানুরের লক্ষ্য জাতীয় দলে খেলা

প্রকাশিত: ০৫:২১, ৭ ফেব্রুয়ারি ২০১৭

সোহানুরের লক্ষ্য জাতীয় দলে খেলা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই লক্ষ্য ছিল সর্বোচ্চ গোলদাতা হব। সেটা হতে পেরে খুবই ভাল লাগছে। সোমবার জাতীয় যুব হকিতে চ্যাম্পিয়ন দল বিকেএসপির ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ ম্যাচ শেষে এমনই অনুভূতি ব্যক্ত করেন। ফাইনালে সবুজ করেন ২টি গোল। পাবনার ঈশ^রদীর ছেলে সোহানুরের হকিতে আসার গল্পটা সংক্ষেপে এরকমÑ বড় ভাই রোকনুজ্জামান ছিলেন হকি খেলোয়াড়। খেলতেন বাংলাদেশ সেনাবাহিনীতে। বাবা আবুল খায়ের সাভার বিকেএসপির নিরাপত্তারক্ষী। পরিবারের সবার উৎসাহে বিকেএসপির তৃণমূল পর্যায়ের প্রতিভার অন্বেষণ প্রকল্প থেকে বাছাই হয়েই সোহানুরের শুরু। প্রথম থেকেই খেলতেন ডিফেন্ডার পজিশনে। পিসি থেকে গোল করার অভ্যাস তখন থেকেই। এ জন্য এখনও নিয়মিত অনুশীলনে ২০০ থেকে ৩০০ পিসি হিট মেরে থাকেন। পিসি থেকে ড্র্যাগ এ্যান্ড ফ্লিক স্টাইলেই গোল করা পছন্দ তার। সোমবার সর্বোচ গোলদাতা হিসেবে ১০ হাজার টাকা পুরস্কার পাওয়া সোহানুরের প্রিয় দেশীয় খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি এবং মাইনুল ইসলাম কৌশিক। বিদেশে প্রিয় খেলোয়াড় ইংল্যান্ডের এ্যাশলে জ্যাকসন। ‘সর্বোচ্চ গোলদাতার এই পুরস্কার লাভ আমাকে আরও অনেক দূর এগিয়ে নিযে যাবে। আমি জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি। চাই দেশের হকিকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে। আর চাই ক্লাব পর্যাযে নৌবাহিনীর হয়ে খেলতে।’ এর আগে অনূর্ধ্ব-১৮ জাতীয় দলের হয়ে এশিয়া কাপে খেললেও তাতে কোনো গোল করতে পারেননি সবুজ, ‘আসলে আশরাফুল ভাই পিসি মারায় ছিলেন কোচের প্রথম পছন্দ। তাই আমি কোনো সুযোগ পাইনি। তবে কদিন আগে অনুষ্ঠিত বিজয় দিবস হকিতে দুটি গোল করেছিলাম। ফুটবলার বা ক্রিকেটার হলে তো প্রচুর অর্থ উপার্জনের সুযোগ ছিল। তবে হকি খেলোয়াড় হয়ে সেই আক্ষেপ মোটেও নেই সবুজের, ‘আমি সবসময়ই হকি খেলোয়াড়ই হতে চেয়েছি। এটাই আমার ধ্যান-জ্ঞান।’
×