ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কানাডার পরিবর্তে মালয়েশিয়া

প্রকাশিত: ০৫:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭

কানাডার পরিবর্তে মালয়েশিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে আগামী ৪ মার্চ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য হকি ওয়ার্ল্ড লীগ রাউন্ড-২ টুর্নামেন্টে খেলতে আসবে বিশ্বহকির ১১ নম্বর র‌্যাঙ্কিংধারী কানাডা, এটা পুরনো খবর। নতুন খবর হচ্ছে, তাদের পরিবর্তে খেলবে ত্রয়োদশ র‌্যাঙ্কিংধারী মালয়েশিয়া। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক সোমবার জাতীয় যুব হকির ফাইনালের পর সাংবাদিকদের মালয়েশিয়ার অংশ নেয়ার কথা জানান। তিনি আরও বলেন, ‘মালয়েশিয়া শক্তিশালী দল হলেও কিছু করার নেই। কোনো না কোনো শক্তিশালী দলের মুখোমুখি আমাদের হতেই হবে।’ পুল ‘এ’তে বাংলাদেশ ও মালয়েশিয়ার সঙ্গী ফিজি ও ওমান। পুল ‘বি’র চার দল চীন, শ্রীলঙ্কা, মিসর ও ঘানা। বাংলাদেশের ম্যাচগুলো হলো ৪ মার্চ মালয়েশিয়া, ৫ মার্চ ফিজি এবং ৭ মার্চ ওমানের বিরুদ্ধে। এদিকে এই লীগের প্রস্তুতিতে বাংলাদেশ জাতীয় হকি দলের দক্ষিণ আফ্রিকা সফর এক সপ্তাহ পিছিয়ে গেছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় হকি দলের দক্ষিণ আফ্রিকা সফরের পরিকল্পনা ছিল। কিন্তু ভিসা জটিলতায় তা আপাতত হচ্ছে না। বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার কোনো কনস্যুলেট না থাকায় রবিবার ভারতে গেছেন জাতীয় হকি দলের জার্মান কোচ অলিভার কার্টজ। তিনি জাতীয় দলের জন্য ভিসা সংগ্রহ করার পরই আফ্রিকা যাওয়া চূড়ান্ত হবে। সে ক্ষেত্রে এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ ছাড়া জাতীয় দলের সফরের কোনো সম্ভাবনা নেই। মোট কথা, ভিসা নিয়ে অলিভারের ফেরার ওপরই নির্ভর করছে সব। ফেব্রুয়ারির ২৫ বা ২৬ তারিখের মধ্যে দলকে ঢাকায়ও ফিরতে হবে। কারণ, এখানেও কয়েকটি অনুশীলন ম্যাচ খেলতে হবে জিমিদের।
×