ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ পাপুয়া নিউগিনির মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭

আজ পাপুয়া নিউগিনির মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার॥ শ্রীলঙ্কায় যাত্রাটা দারুণভাবে শুরু হয়েছে। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। আর সেটাই বড় অনুপ্রেরণা এখন রুমানা আহমেদের দলটির। আজ ২০১৭ মহিলা বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মেয়েদের মুখোমুখি হচ্ছেন তারা। শক্তিমত্তায় দুর্বলতর হলেও সতর্ক হয়েই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়টা তেমন ভাল যায়নি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে ঘরের মাটিতে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে গিয়ে অবশ্য বিপর্যস্ত অবস্থায় রয়েছে বর্তমানে রুমানারা। এরপর অনুশীলনেই সীমাবদ্ধ থেকেছে প্রস্তুতি। সেই প্রোটিয়া মেয়েদের সঙ্গেই একই গ্রুপে (‘বি’ গ্রুপ) লড়তে হবে বাংলাদেশ দলকে। এ বিষয়ে রুমানা বলেন, ‘আমরা মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে চাই। কিন্তু টুর্নামেন্টে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দুটি দল খেলার কারণে এটা সহজ হবে না। পাকিস্তান ও শ্রীলঙ্কাও আছে বড় প্রতিপক্ষ হিসেবে।’ মূল লক্ষ্য বিশ্বকাপে খেলার হলেও রুমানা জানিয়েছেন, আপাতত সুপার সিক্সে উঠাই থাকবে প্রাথমিক চিন্তা। গ্রুপে পাপুয়া নিউগিনি ছাড়াও আছেÑ দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও পাকিস্তান। এর মধ্যে সেরা তিনটি দল উঠবে সুপার সিক্সে। আর সেটা করতে পারলে আগামী চার বছরের জন্য ওয়ানডে মর্যাদা বহাল থাকবে। তবে বিশ্বকাপ খেলার জন্য অন্তত সেমিফাইনালে উঠতে হবে। সেটা পরবর্তী লক্ষ্য রুমানাদের। আজ পাপুয়া নিউগিনির বিরুদ্ধে জয় ছাড়া অন্যকিছুই ভাবছেন না রুমানারা। রুমানা বলেন, ‘সবগুলো দলেরই লক্ষ্য বিশ্বকাপে খেলার। এটা চূড়ান্ত পর্ব সেই মঞ্চে যাওয়ার। আমাদের দলটা সেই স্বপ্ন বাস্তব করার ক্ষেত্রে খুব একটা দূরে নেই। ৮ ফেব্রুয়ারি পাকিস্তান, ১০ ফেব্রুয়ারি স্কটল্যান্ড ও ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
×