ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পিটার্সবার্গের চ্যাম্পিয়ন মাদেনোভিচ

প্রকাশিত: ০৫:১২, ৭ ফেব্রুয়ারি ২০১৭

পিটার্সবার্গের চ্যাম্পিয়ন মাদেনোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন ক্রিস্টিনা মাদেনোভিচ। শিরোপা জয়ের লড়াইয়ে কাজাখস্তানের জুলিয়া পুতিনসেভাকে পরাজিত করেছেন তিনি। রোববার ফরাসি তারকা মাদেনোভিচ কঠিন লড়াই করে ৬-২, ৬-৭ (৩/৭) এবং ৬-৪ সেটে হারিয়েছেন জুলিয়া পুতিনসেভাকে। সেই সঙ্গে ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ টুর্নামেন্ট নিজের শোকেসে তুললেন তিনি। প্রথম শিরোপা জয়ের পর দারুণ রোমাঞ্চিত এই ফরাসি তারকা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মাদেনোভিচ বলেন, ‘সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। আমার কাছে এই ফাইনাল জয়ের অর্থ অনেক কিছু। এটা আমার ক্যারিয়ারের চতুর্থ ফাইনাল। যার আগের তিনটিতেই হেরেছি। দীর্ঘ অপেক্ষার পর যোগ্য ফলই পেলাম। কারণ, এই টুর্নামেন্ট আমার কাছে বিষ্ময়কর। ম্যাচের আয়োজন থেকে শুরু করে পুরো সপ্তাহটাই অসাধারণ কেটেছে আমার।’ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার পথে ক্রিস্টিনা মাদেনোভিচ বড় বড় তারকাদের পরাজিত করেছেন। ইতালিয়ান তারকা রবার্তা ভিঞ্চি এবং আমেরিকার ভেনাস উইলিয়ামস তাদের মধ্যে অন্যতম। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছেন ভেনাস। কিন্তু দীর্ঘদিন পর মেজর কোনো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত স্বপ্ন-ভঙ্গের বেদনা নিয়ে কোর্ট ছাড়তে হয়েছে তাকে। কেননা শিরোপা জয়ের লড়াইয়ে ছোট বোন সেরেনা উইলিয়ামসের কাছে যে হার মানেন তিনি। সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টে মাদেনোভিচ এবার বড় চমকটা দেন ভেনাস উইলিয়ামসকে হারিয়েই। তাও আবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলার ঠিক পরের ম্যাচেই। পিটার্সবার্গের দ্বিতীয় রাউন্ডে মাদেনোভিচ ৬-৩ এবং ৬-১ সেটে পরাজিত করেছিলেন সুদীর্ঘ ক্যারিয়ারে সাতটি গ্র্যান্ডসøাম জেতা ভেনাসকে। তৃতীয় রাউন্ডে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হয়ে রবার্তা ভিঞ্চিকেও হারান। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সারির খেলোয়াড়দের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা আরও বেশি বিস্মিত করেছে মাদেনোভিচকে। তাই তো তিনি বলেন, ‘বেশ কয়েকজন শীর্ষ সারির খেলোয়াড়ের মুখোমুখি হয়ে প্রথম শিরোপা জেতাটা আমার কাছে বিস্ময়করই মনে হচ্ছে। বিশেষ করে প্রিমিয়ার ইভেন্টে। তাই এখন আমি খুবই আনন্দিত।’ তবে ফাইনাল ম্যাচটা জিততে কিন্তু রীতিমতো ঘাম ঝড়েছে মাদেনোভিচের। দ্বিতীয় সেটে তো হেরেই গেছিলেন তিনি। কিন্তু কখনোই হতাশ হননি ফরাসি তারকা। এ বিষয়ে ২৩ বছর বয়সী মাদেনোভিচ বলেন, ‘এটা খুবই কঠিন ছিল। আমি তিনটি ফাইনাল খেলেছি। কিন্তু পুতিনসেভা খুবই লড়াকু খেলোয়াড়। ম্যাচে আমরা দুজনই লড়াই করে গেছি এবং অনেক উত্থান-পতনও ঘটেছে। কিন্তু আমি কখনোই হাল ছেড়ে দেয়নি। শিরোপা জিতে পিটার্সবার্গ শহরের প্রেমেই পড়ে গেছেন মাদেনোভিচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার মতো আমিও কঠোর পরিশ্রম করেছি। এটা তারই ফসল। এই সপ্তাহটা আমি কখনোই ভুলতে পারব না। এই শহরকেও ভালবেসে ফেলেছি আমি। যা কখনোই ভুলতে পারব না। আমার কাছে এই টুর্নামেন্ট খুবই স্পেশাল।’ নতুন বছরের শুরুতেই ক্যারিয়ারের প্রথম শিরোপার দেখা পাওয়ায় আত্মবিশ্বাসও বেড়ে গেছে তার। যে কারণে মৌসুমের বাকি সময়টা নিঃসন্দেহেই ভাল কাটবে ক্রিস্টিনা মাদেনোভিচের।
×