ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রাইম এশিয়া ভার্সিটিতে ইনডোর গেমস উদ্বোধন

প্রকাশিত: ০৫:০২, ৭ ফেব্রুয়ারি ২০১৭

প্রাইম এশিয়া ভার্সিটিতে ইনডোর গেমস উদ্বোধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ইনডোর গেম্স ক্লাবের (পিএইউআইজিসি) উদ্যোগে রবিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ইনডোর গেম্স কমপিটিশন ২০১৭-এর উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহ্মদ। ওই উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম. আশরাফুল হক এবং রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা। অনুষ্ঠানের সভপতিত্ব করেন মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং পিএইউআইজিসির আহ্Ÿায়ক ড. শুভময় দত্ত এবং পিএইউআইজিসি সদস্য সচিব ও মানবিক বিভাগের বিভাগীয় প্রধান ড. নাসরীন আক্তারসহ ক্লাবের অন্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন, প্রফেসর ড. এ. এইচ. এম. হাবিবুর রহমান; স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন, প্রফেসর শেখ মোঃ হাসানুজ্জামান, স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন, প্রফেসর ড. এ. জে. এম. ওমর ফারুক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি টিউমারের নাম ‘ডোনাল্ড’ এলিস স্টেপলটনের শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যান্সার। কিন্তু তাতে তিনি দমে যাননি বরং শরীরের সংক্রমিত টিউমারটির নাম রেখেছেন তার অতি অপছন্দের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। হ্যাঁ, এলিসের শরীরের টিউমারটির নাম- ‘ডোনাল্ড’। সম্প্রতি ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। -জিনিউজ কণ্ঠ দিয়ে নিয়ন্ত্রণ... সৃজনশীল স্টার্টআপ প্রকল্পের জন্য বিশ্বের সবচেয়ে বড় তহবিল সংগ্রহের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত প্রতিষ্ঠান কিকস্টার্টারে চলতি সপ্তাহে একটি চশমা যোগ হয়েছে। নতুন এই ডিভাইসের নাম ‘কাই’। ব্যবহারকারীর নিত্যদিনের ব্যবহার্য স্মার্ট চশমা আর সানগ্লাসের সঙ্গে ‘কাই’ হয়ত হতে যাচ্ছে হাতের মুঠোয় থাকা আধুনিক এক আনুষঙ্গিক, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে। যোগ হয়েছে মাইক্রোফোন। ব্যবহারকারীর কণ্ঠ দিয়ে নতুন ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। Ñদ্য ভার্স
×