ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্তমানে লাগে ২৬৭ দিন

রাজউক স্থাপনা নির্মাণ অনুমোদনে সময় নেবে ৬০ দিন

প্রকাশিত: ০৫:০১, ৭ ফেব্রুয়ারি ২০১৭

রাজউক স্থাপনা নির্মাণ অনুমোদনে সময় নেবে ৬০ দিন

বিশেষ প্রতিনিধি ॥ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) স্থাপনা নির্মাণ অনুমোদনে ক্ষেত্রে ৬০ দিন সময় নেবে। বর্তমানে এ ক্ষেত্রে ২৬৭ দিন সময় লাগে। সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে তার অফিসকক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম সাক্ষাত করে রাজউকের সঙ্গে সেবা সহজীকরণের বিষয়ে আলোচনার ফলাফল তুলে ধরতে গিয়ে এ তথ্য জানান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলে উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নানামুখী কর্মসূচী গ্রহণ করছে। একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। মন্ত্রী তার দপ্তরাধীন সংস্থাগুলোর জন্য বিনিয়োগ সহজীকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, রাজউকের সদর দফতরসহ আঞ্চলিক অফিসে একটি হেল্পডেস্ক খোলা হবে। একইভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষেও হেল্পডেস্ক খোলা হবে। এ হেল্পডেস্ক বিনিয়োগকারীদরে নির্ধারিত সময়ে স্থাপনা নির্মাণ অনুমোদনে সহায়তা করবে। একটি টাস্কফোর্স থাকবে যারা বাস্তবায়ন প্রক্রিয়া সহজীকরণ ও হেল্পডেস্কসহ সংস্কার কাজ পর্যবেক্ষণ করবে। এ বিষয়ে শীঘ্রই রাজউকের সাথে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি চুক্তি স্বাক্ষর করবে। এ সময়ে গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান এম. বজলুল কবীর উপস্থিত ছিলেন।
×