ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভ্যাট প্রদানে ট্যাক্স কার্ড চায় ঢাকা চেম্বার

প্রকাশিত: ০৫:০০, ৭ ফেব্রুয়ারি ২০১৭

ভ্যাট প্রদানে ট্যাক্স কার্ড চায় ঢাকা চেম্বার

স্টাফ রিপোর্টার ॥ বর্তমানে প্রদত্ত ট্যাক্স কার্ডের আওতা বৃদ্ধি করে সকল করদাতাকে ট্যাক্স কার্ড প্রদানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে প্রস্তাব জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে ভ্যাট প্রদানে ব্যবসায়ীদের আরও উৎসাহী করতে ‘ভ্যাট স্মার্ট কার্ড’ প্রদানের প্রস্তাব জানিয়েছে তারা। এছাড়াও নতুন ভ্যাট আইনে সমন্বিত ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ৭ শতাংশ ভ্যাট আরোপ ও টার্নওভার ট্যাক্স লিমিট বর্তমান ৮০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১ কোটি ২০ লাখ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি। সোমবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে ডিসিসিআইর ২০১৭ সালের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাতকালে সংগঠনটির পক্ষে এসব প্রস্তাব দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ডিসিসিআইর সভাপতি আবুল কাসেম খান। এ সময় এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান ডিসিসিআইয়ের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো পর্যালোচনা করে তা বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় ডিসিসিআইর সভাপতি আবুল কাসেম খান বলেন, বর্তমান করদাতাদের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে এবং একই করদাতাকে বিভিন্ন স্তরে ডাবল টেক্সেশনের চাপে না ফেলে করের আওতা বাড়াতে হবে। বাংলাদেশে ট্যাক্স জিডিপি অনুপাত বর্তমানে ১০ দশমিক ৩ শতাংশ। অথচ ভিয়েতনামে ২৩ দশমিক ৫ শতাংশ, নেপালে ১৯ দশমিক ৫ শতাংশ, থাইল্যান্ডে ১৬ শতাংশ, ফিলিপাইনে ১৩ দশমিক ৬ শতাংশ। এ সময় এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান দাবিগুলো পর্যালোচনা করে তা বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, আমরা এখন বাজেট বাস্তবায়নের মধ্যে আছি। আপনাদের এ প্রস্তাবগুলো আমরা তুলে ধরব। আগামী জুনে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করব। ডিসিসিআই আমাদের সব সময় সহায়তা করেছে, এক্ষেত্রেও তাদের পাশে পাব।
×