ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন ডিনার

প্রকাশিত: ০৪:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০১৭

মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন ডিনার

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) ‘ডিএসসিএসসি ২০১৬-২০১৭’ কোর্সের সমাপনী নৈশভোজ রবিবার সন্ধ্যায় ঢাকার মিরপুর সেনানিবাসের কলেজের অফিসার্স মেসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খবর বাসসর। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, তিন বাহিনীর পিএসওগণ, ডিএসসিএসসিতে অংশগ্রহণকারী বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রতিরক্ষা উপদেষ্টাগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং কোর্সে অংশগ্রহণকারী ছাত্র-অফিসারগণ সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদীন স্বাগত বক্তব্য রাখেন। এ বছর ডিএসসিএসসি ২০১৬-২০১৭ কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫৮ জন, নৌবাহিনীর ২৭ জন, বিমান বাহিনীর ২৪ জন এবং চীন, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কুয়েত, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, প্যালেস্টাইন, রিপাবলিক অব কোরিয়া, সৌদি আরব, সিয়েরা লিওন, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, সুদান, তানজানিয়া, উগান্ডা, যুক্তরাষ্ট্র এবং জাম্বিয়া (মোট ২৫ টি বন্ধুপ্রতিম দেশ) থেকে আগত ৭১ জন অফিসারসহ সর্বমোট ২৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার বক্তব্যে সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য কোর্সে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান এবং কলেজের শিক্ষার উঁচুমান সম্পর্কে গভীর সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি কলেজের কমান্ড্যান্ট ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অর্থমন্ত্রী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং উঁচুমান বজায় রাখার জন্য অনুরোধ করেন।
×