ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রানী এলিজাবেথ নীলকান্তমণির অলঙ্কারে

প্রকাশিত: ০৪:৪২, ৭ ফেব্রুয়ারি ২০১৭

রানী এলিজাবেথ নীলকান্তমণির অলঙ্কারে

ব্রিটেনের রানী এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৬৫ বছরপূর্তি উপলক্ষে দেশটির আলোকচিত্রী ডেভিড বেইলির তোলা রানীর একটি ছবি দ্বিতীয়বারের মতো প্রকাশ করা হয়েছে। এ ছবিতে রানী নীলকান্তমণির অলঙ্কার পরেছেন। ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জ ১৯৪৭ সালে এলিজাবেথের বিয়েতে এসব অলঙ্কার উপহার হিসেবে দিয়েছিলেন। বেইলি ২০১৪ সালে রানীর বেশ কয়েকটি ছবি তোলেন। এর মধ্যে নীল রঙের পোশাকের ছবিটি ওই বছর রানীর ৮৮তম জন্মদিনে প্রকাশ করা হয়। এতে রানী হীরাখচিত ১৬টি বড় আয়তকার নীলকান্তমণির সমন্বয়ে তৈরি একটি হার পরেন। এর সঙ্গে মিল রেখে কানের দুলও পরেন। রানীর কার্যালয় জানিয়েছে, ঐতিহ্যগতভাবে রানী ৬ ফেব্রুয়ারি সোমবার সিংহাসনে আরোহণের দিনটি পূর্ব ইংল্যান্ডে সান্ডরিংহাম ভবনে কাটাবেন এবং কিছুদিন পর বাকিংহাম প্যালেসে ফিরবেন। এ উপলক্ষে দুপুরে রাজধানী লন্ডনের গ্রীন পার্কে ৪১ বার তোপধ্বনি করে এবং গ্রিনিচ মান সময় ১৩টায় লন্ডন টাওয়ারে ৬২ বার তোপধ্বনি করে রানীকে অভিবাদন জানানো হয়। রানী এলিজাবেথই প্রথম ব্রিটিশ শাসক যিনি সিংহাসনে আরোহণের নীলাজয়ন্তী পালন করছেন। বেইলি বলেন, ‘তিনি সব সময় রানীর মহাভক্ত ছিলেন। তার রয়েছে মায়াবী চোখের চাহনি। -বিবিসি ম্যারাথনে কেট, উইলিয়াম ও হ্যারি এ বছর লন্ডন ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য আয়োজিত প্রশিক্ষণে উৎসাহ যোগাতে রবিবার বিকেলে রানী এলিজাবেথ অলিম্পিক পার্কে হাজির হন ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ এবং প্রিন্স হ্যারি। তারা এদিন এক শ’ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। কেট তার স্বামী উইলিয়ামকে পেছনে ফেলতে প্রাণপণ চেষ্টা করে ব্যর্থ হন। প্রতিযোগিতায় প্রথম হন প্রিন্স হ্যারি। -ডেইলি মেইল বিশ্বের দীর্ঘতম ফ্লাইট বিশ্বের দীর্ঘতম কমার্শিয়াল ফ্লাইট সোমবার নিউজিল্যান্ডে অবতরণ করেছে। কাতার এয়ারওয়েজের এ ফ্লাইটটি দোহা থেকে অকল্যান্ড পর্যন্ত ১৪ হাজার ৫৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে। দূরপাল্লার বোয়িং ৭৭৭-২০০এলআর ধীরগতির ফ্লাইটে ১০টি টাইম জোন পার হয়। বিমানটিতে চারজন পাইলট ও ১৫ জন ক্রু ছিল। ক্রুরা ফ্লাইটের সময় ১ হাজার ১শ’ কাপ চা ও কফি এবং দুই হাজার কোল্ড ড্রিংকস সরবরাহ করেছেন। -এনডিটিভি
×