ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন হুমকির জবাব দেবে ইরান

প্রকাশিত: ০৪:৪১, ৭ ফেব্রুয়ারি ২০১৭

ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন হুমকির জবাব দেবে ইরান

ইরানের রেভল্যুশনারি গার্ডের মহাকাশ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ শনিবার আধাসরকারী বার্তা সংস্থা তাসনিমকে জানিয়েছেন, দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ে এর জবাব দেবে। খবর ইন্ডিপেন্ডেন্ট ও পোর্টল্যান্ড প্রেস হ্যারল্ডের। আমির আলি হাজিজাদেহ বলেন, ইরানের নিরাপত্তা রক্ষায় আমরা দিন রাত কাজ করছি। যদি আমরা আমাদের শত্রুদের তরফ থেকে সামান্যতম ভুল পদক্ষেপের ইঙ্গিত পাই তাহলে আমাদের ক্ষেপণাস্ত্র তাদের মাথার ওপর গিয়ে পড়বে। গত সপ্তাহে নতুন একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ইরান। যার পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন ইরানের ১৩ নাগরিক ও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা দেয়। নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিরা রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট। আন্তর্জাতিক এক বার্তা সংস্থার খবরে বলা হয়, শনিবার সামরিক মহড়া করে ওই নিষেধাজ্ঞার জবাব দেয় ইরান। ট্রাম্পের হুমকির বিষয়ে ইরানের পদাতিক বাহিনীর প্রধান আহমেদ রেজা পোরদাস্তান বলেন, ১৯৭৯ সালের অভ্যুত্থানের পর থেকেই ইরান এ ধরনের হুমকি শুনে আসছে। ইরানের স্বশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা ও তাদের আক্রমণের ক্ষমতা যুক্তরাষ্ট্র বা তাদের অন্য শত্রুদের যে কোন ধরনের বহিঃআক্রমণের পর অনুতপ্ত করাবে।
×