ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৩, ৭ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

রেলের দক্ষিণাঞ্চল সদর দফতর খুলনায় স্থাপনের দাবি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রেলওয়ের প্রস্তাবিত দক্ষিণাঞ্চল সদর দফতর ও বিভাগীয় দফতর খুলনায় স্থাপনের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে সোমবার দুপুরে রেল স্টেশনের প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আ ফ ম মহসীন, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সম্পাদক ম-লীর সদস্য শেখ মফিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই’র খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, খুলনা রেলওয়ের একটি ঐতিহ্যবাহী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। খুলনায় প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে আধুনিক রেলস্টেশন নির্মাণ এবং খুলনা-কলকাতা, খুলনা- মংলা, খুলনা-মংলা-ঢাকা নতুন রেলপথ স্থাপনে সরকার কাজ করে যাচ্ছে। সে জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই। কিন্তু অত্যন্ত দুঃখজনক হচ্ছে, নতুন এ রেলওয়ে নেটওয়ার্ক প্রশাসনিক খুলনা ও বরিশাল বিভাগকে কেন্দ্র করে গড়ে তোলার পরিকল্পনা করা হলেও এর সদর দফতর ও বিভাগীয় অফিস অন্যত্র স্থাপনের জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে গুরুত্বের বিবেচনায় রেলওয়ের প্রস্তাাবিত দক্ষিণ অঞ্চল সদর দফতর ও বিভাগীয় দফতর খুলনায় স্থাপনের দাবি জানানো হয়। ২৮ জেলেসহ তিন ফিশিং ট্রলার আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলার মাঝেরচর এলাকা থেকে ২৮ জেলেসহ জাটকাবোঝাই তিনটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। সোমবার বিকেলে আটককৃত ট্রলার বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা যায়, বঙ্গোপসাগরে অবৈধভাবে জাটকা শিকার করে এফবি ভাইবোন, এফবি মায়ের দোয়া ও নামবিহীন অপর একটি ট্রলার কূলে ফিরছিল। এ সময় নিয়মিত টহলকালে সুন্দরবনের সুপতি স্টেশন কোস্টগার্ডের সদস্যরা বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় প্রায় ২০ মণ জাটকাবোঝাই ট্রলার তিনটি আটক করে তাদের স্টেশনে নিয়ে আসে। তিনটি ট্রলারে ২৮ জন জেলে রয়েছে। এদের বাড়ি পিরোজপুরের বিভিন্ন এলাকায়। ফরিদপুর শহরে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৬ ফেব্রুয়ারি ॥ ফরিদপুর শহরে ডাকাতির ঘটনা ঘটেছে। পাঁচ সদস্যের ডাকাতদল বাড়ির লোকদের পিটিয়ে আহত করে ২০ ভরি ওজনের সোনার অলঙ্কার ও নগদ ৬২ হাজার টাকা নিয়ে গেছে। রবিবার গভীর রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার মোল্লাবাড়ি ক্রস রিং সড়কের সুনীল কুমার ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে। তুলা কারখানায় অগ্নিকাণ্ড নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৬ ফেব্রুয়ারি ॥ বন্দরের রামনগর এলাকায় তুলার কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকা-ে দুটি গুদাম ও দুটি মেশিনঘর পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। মালিকপক্ষ আগুনে ১০ লাখ টাকার ক্ষতি দাবি করেছে। আগুন নেভাতে গিয়ে কারখানা মালিক মাইনুদ্দিন আহত হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। জানা গেছে, আকস্মিকভাবে রামনগর এলাকায় মাইনুদ্দিনের তুলার কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। সৈয়দপুরে ২ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রহস্যজনক অগ্নিকা-ে সৈয়দপুর উপজেলার ইসলামবাগ মহল্লায় ২টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে জাভেদ আলীর বাসা থেকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। সে সময় বাড়িতে কেউ ছিল না। স্থানীয়রা জানান, তালাবদ্ধ বাড়ির ভিতর থেকে আগুনের শিখা দেখে তারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পৃথক ঘটনায় সংঘর্ষে নারীসহ আহত ১০ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বাঁশ কাটা ও জমি বন্ধকের টাকা নিয়ে পৃথক ঘটনায় জলঢাকা ও কিশোরীগঞ্জ উপজেলার পল্লীতে রবিবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হয়। আহতদের স্ব স্ব উপজেলার হাসপাতালের ভর্তি করা হয়েছে। জলঢাকা উপজেলা বালাগ্রাম ইউনিয়নের মন্থেরডাঙ্গা পূর্ব বালাগ্রাম গ্রামে মমিনুর রহমান ও জাহিনুর মধ্যে পৈত্রিক সম্পক্তির বাঁশ কাটাকে কেন্দ্র সংঘর্ষ বাধে। এতে আহত হয় জাহিনুর রহমান ও স্ত্রী চায়না বেগম, মমিনুর রহমান ও তার ছেলে আব্দুর রহমান। অপরদিকে জমি বন্ধনের বাকি তিন হাজার টাকা ফেরত চাওয়াকে নিয়ে কিশোরীগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি গ্রামে সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়। ৪শ’ কেজি জাটকা জব্দ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৬ ফেব্রুয়ারি ॥ ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় যাত্রীবাহী দুটি লঞ্চে তল্লাশি চালিয়ে ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা। রবিবার রাত সাড়ে ৩টায় ‘এমভি শ্রীনগর-০৭’ ও ‘এমভি কর্ণফুলী-৯’ যাত্রীবাহী লঞ্চ দুটি হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৪০০ কেজি অবৈধ জাটকা আটক করে। উদ্ধারকৃত জাটকার আনুমানিকমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। ভিক্ষুক হত্যার বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ ফেব্রুয়ারি ॥ কটিয়াদীতে ভিক্ষুক মালেকা খাতুন হত্যাকা-ের মামলা দ্রুত তদন্ত শেষে ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার মুমুরদিয়া গনেরগাঁও নতুন বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে নিহতের স্বজনরা ছাড়াও শত শত নারী-পুরুষ অংশ নেয়। এ সময় হত্যাকা-ের সুষ্ঠু তদন্তসহ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তৃতা করেন স্থানীয় সমাজকর্মী শফিকুল আলম, শহীদুল্লাহ, মুর্শিদ উদ্দিন, কাঞ্চন মিয়া, সাগর, নিহতের মেয়ে কুলসুম প্রমুখ। দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ৬ ফেব্রুয়ারি ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাগবাড়ি গাউছিয়া হাফিজিয়া মাদ্রাসার ২ ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ দুই ছাত্র হলো উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের উমরা খার ছেলে মোজাহিদ মিয়া (৯), ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামের সমন মিয়ার ছেলে সাইমুন মিয়া (১১)। মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হক জানান, রবিবার রাত থেকে দুই ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বাগবাড়ি গ্রামের শহীদ মিয়ার বাড়ি থেকে ওই মাদ্রাসায় পড়াশুনা করত। তাদের বাড়িতে খোঁজ নেয়া হয়েছে। কিন্তু সেখানে তারা নেই। হঠাৎ তাদের নিখোঁজ হওয়ায় তাদের পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বগুড়ায় মাদক মামলায় স্বামী স্ত্রীর যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মাদক দ্রব্যা আইনের মামলায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদ-াদেশ হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রায় ঘোষণা করেন। দ-াদেশ প্রাপ্তরা হলোÑ শহরের চকসুত্রাপুর কসাইপাড়া এলাকার মেহেদুল ইসলাম ওরফে মিল্লাত ও সাথী বেগম। মামলা সূত্র জানায়, মাদক ব্যবসার খবর পেয়ে ২০১৫ সালের ৪ আগস্ট বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম শহরের চকসুত্রাপুর কসাইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসার অভিযোগে ২ জনকে মাদকসহ আটক করা হয়। প্রযুক্তি জাদুঘরের সুবর্ণজয়ন্তী পালন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোমবার গাজীপুরে আলোচনা সভা, ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভূমিকা ও আমাদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ ইফতেখার আহমদ চৌধুরী। জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে গাজীপুর শহরের কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর মোঃ মহসিন মোল্যা। ফরিদপুরে শহীদ মিনার ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৬ ফেব্রুয়ারি ॥ ভাষার মাস ফেব্রুয়ারিতে ভাঙ্গায় রাতের আঁধারে একটি বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। ভাঙ্গা থানার পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশের উজ্জামান জানান, রবিবার রাতের কোন এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে মাঝেরটিসহ দুটি স্তম্ভ ভেঙ্গে ফেলে।
×