ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্রিজ যেন মরণফাঁদ

প্রকাশিত: ০৪:১১, ৭ ফেব্রুয়ারি ২০১৭

ব্রিজ যেন মরণফাঁদ

সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ৬ ফেব্রুয়ারি ॥ টাঙ্গাইল-ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের ৬টি ব্রিজ ও ১টি বক্স কালভার্ট দীর্ঘদিন ধরে সংস্কার না করায় মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ব্যস্ততম এই সড়কটি দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জোড়াতালি দিয়ে নির্মিত বেইলী ব্রিজগুলোর অবস্থাও জরাজীর্ণ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে প্রতিদিন জামালপুরের তারাকান্দী যমুনা সার কারখানা থেকে উত্তরবঙ্গগামী সারবাহী এবং দেশের অন্যতম বৃহৎ গোবিন্দাসী গরুর হাটের গরুবাহী শত শত ট্রাকসহ অসংখ্য যানবাহন চলাচল করছে আতঙ্কের মধ্যে। প্রায়ই দুর্ঘটনা ঘটলেও মেরামতের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। সরেজমিনে দেখা গেছে, ভূঞাপুর-বঙ্গবন্ধু সড়কে ২০০৪ সালের বন্যায় বিধ্বস্ত বক্স কালভার্টটি সাময়িক চলাচলের জন্য বাইপাস করে বেইলি ব্রিজ স্থাপন করে যানবাহন চলাচল করছে। দফায় দফায় জোরাতালি দিয়ে কোন রকমে যান চলাচল করলেও এতে যে কোন সময় ব্রিজটি ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভূঞাপুর-টাঙ্গাইল সড়কে কাগমারিপাড়া, সিংগুড়িয়া, ফুলতলা, সামপুর, নারানদিয়া, সয়া ব্রিজগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি সয়া ব্রিজটি মাজখানে ফাটল ধরে প্রায় এক ফুট দেবে যায়। তড়িঘড়ি করে ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে একটি বেইলি ব্রিজ স্থাপন করে দিলেও যানবাহন চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। ফুলতল ব্রিজের দু’পাশের রেলিং ভাঙ্গা, সামপুর ব্রিজের জোড়াতালি দেয়া স্টিলের পাটাতন স্থানে স্থানে উঠে গেছে, নারান্দীয়া এবং সিংগুড়িয়া ব্রিজের অবস্থা একেবারে নাজুক। ব্রিজের সামনে ‘ঝুঁকিপূর্ণ সেতু’ লেখা সাইন বোর্ড লাগানো হয়েছে। এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেএম নূর-ই আলম জানান, ভূঞাপুর-টাঙ্গাইল সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়কের ১০টি ব্রিজ, একটি কালভার্ট এবং ২১ কিলোমিটার রাস্তা চওড়া করার জন্য ১১৮ কোটি টাকার একটি প্রকল্প বেশ কিছু দিন আগে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অনুমোদন হলেই কাজ ধরা হবে। কিন্তু কবে নাগাদ হবে তা বলতে পারব না। পুুরুলিয়ায় আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৬ ফেব্রুয়ারি ॥ প্রতিপক্ষের লোকের রডের আঘাতে মারাত্মক আহত হয়েছেন কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল জেলা পরিষদের কর্মচারী কাজল মোল্যা। রবিবার দুপুরে কালিয়া সড়কের রায়খালী নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত কাজল মোল্যা বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, নড়াইল থেকে অফিসের কাজে মোটরসাইকেলযোগে কালিয়া যাওয়ার পথে রায়খালী নামক স্থানে পৌঁছলে পেছন থেকে প্রতিপক্ষের লোকেরা কয়েকটি মোটরসাইকেলে এসে তাকে বেধড়ক পেটায়। এতে সে জ্ঞান হারায়। পরে এলাকাবাসী মারাত্মক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
×