ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৪:০৪, ৭ ফেব্রুয়ারি ২০১৭

বিসিএস কর্নার

যৌবনের গান- প্রবন্ধে উপমা হিসেবে কোন দুটি নদীর নামের উলেখ আছে ক. পদ্মা-মেঘনা খ. পদ্মা-ভাগীরথী গ. গঙ্গা-সরস্বতী ঘ. গঙ্গা-যমুনা উত্তর : খ. পদ্মা-ভাগীরথী ২. বৃদ্ধের পুত্রবধূর কবরে ঝিঁঝিরা কী বাজায় ক. ব্যথার ঘুঙুর খ. ঘুমের নূপুর গ. দুঃখের সানাই ঘ. করুণ বাঁশী খ. ঘুমের নূপুর ; ৩. কোন প্রয়োগটি শুদ্ধ ক. দীর্ঘাঙ্গী পুরুষ খ. রাঁধুনী পুরুষ গ. সহোদরা ভাই ঘ. শ্বশুরমহাশয় উত্তর : খ. রাঁধুনী পুরুষ ৪. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ- প্রবচনটির যথার্থ ক. কষ্টের উপর আরো কষ্ট খ. দুরারোগ্য ব্যাধি গ. বুড়োর ভীমরতি ঘ. নতুন যৌবনপ্রাপ্তি উত্তর : গ. বুড়োর ভীমরতি ৫. সন্ধিঘটিত শুদ্ধ শব্দ ক. অতি+অধিক = অত্যাধিক খ. অগ্নি+উত্পাত = অগ্নুত্পাত গ. প্রশ্ন+আবলি = প্রশ্নাবলী ঘ. চতুঃ+অঙ্গ = চতুরঙ্গ উত্তর : ঘ. চতুঃ+অঙ্গ = চতুরঙ্গ ৬। বর্তমান ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর প্রাচীনকালের কোন জনপদের অধীনে ছিল ক) বঙ্গ খ) গৌড় গ) রাঢ় ঘ) গরিকেল উত্তর: ক) বঙ্গ ৭। মহাস্থানগড় এক সময় রাজধানী ছিল, তখর তার নাম ছিলÑ ক) মহাস্থানগড় খ) কর্ণসুবর্ণ গ) পুন্ড্রনগর ঘ) রামাবর্তী উত্তর : গ) পুন্ড্রনগর ৮। ২০১৪ সালে নোবেল সাহিত্য পুরস্কার পান কে ক) প্যাত্রিক মোদিয়ানো, ফ্রান্স খ) ইভিন্দ জনসন, সুইডেন গ) নেলি স্যাচ, জার্মানি ঘ) জোস একগ্যারি, স্পেন উত্তর : ক) প্যাত্রিক মোদিয়ানো, ফ্রান্স ৯। ২০ অক্টোবর ২০১৪ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কে ক) সুসিলো বামবাং ইউধিয়ানো খ) জোকো উইদোদো গ) মেঘবর্তী সুকর্ণপুত্রী ঘ) নাজিব রাজাক উত্তর : খ) জোকো উইদোদো ১০। ব্রিটন উডস সম্মেলনৈর সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠিত ওগঋ কবে থেকে কার্যক্রম শুরু হয় ক) ১৯৪৫ সাল থেকে খ) ১৯৬০ সাল থেকে গ) ১৯৬৫ সাল থেকে ঘ) ১৯৭০ সাল থেকে উত্তর : ক) ১৯৪৫ সাল থেকে ১১। ‘আমান’ কোন দেশের সেনা গোয়েন্দা সংস্থা ক) ইসরাইল খ) মিসর গ) ইরাক ঘ) ইরান উত্তর : ক) ইসরাইল ১২। পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে ‘গোল্ডেন ট্রায়েঙ্গেল’ বলা হয় ক) মিয়ানমার, থাইল্যান্ড ও চীন খ) মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস গ) মিয়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়া ঘ) ইরান, আফগানিস্তান ও পাকিস্তান উত্তর : খ) মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস ১৩। ২০১৪ সালে নোবেল সাহিত্য পুরস্কার পান কে? ক) প্যাত্রিক মোদিয়ানো, ফ্রান্স খ) ইভিন্দ জনসন, সুইডেন গ) নেলি স্যাচ, জার্মানি ঘ) জোস একগ্যারি, স্পেন উত্তর : ক) প্যাত্রিক মোদিয়ানো, ফ্রান্স ৩২। ২০ অক্টোবর ২০১৪ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কে? ক) সুসিলো বামবাং ইউধিয়ানো খ) জোকো উইদোদো গ) মেঘবর্তী সুকর্ণপুত্রী ঘ) নাজিব রাজাক উত্তর : খ) জোকো উইদোদো
×