ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘চন্দ্রকুমার দে লোক গবেষণা পুরস্কার ১৪২৩’ পেলেন ড. আশরাফ সিদ্দিকী

প্রকাশিত: ০৪:০১, ৭ ফেব্রুয়ারি ২০১৭

‘চন্দ্রকুমার দে লোক গবেষণা পুরস্কার ১৪২৩’  পেলেন ড. আশরাফ সিদ্দিকী

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ ‘চন্দ্রকুমার দে লোক গবেষণা পুরস্কার ১৪২৩’ পেয়েছেন খ্যাতিমান লোকসাহিত্য গবেষক ড. আশরাফ সিদ্দিকী। সোমবার নেত্রকোনা সরকারী কলেজের বাংলা বিভাগের উদ্যোগে গঠিত ফোকলোর পর্ষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। নেত্রকোনা সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। অধ্যাপক সরোজ মোস্তফার সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন জামালপুরের আশেক মাহমুদ সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজাহিদ বিল্লাহ ফারুকী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মাহবুব হোসেন, করটিয়ার সা’দত সরকারী কলেজের উপাধ্যক্ষ আলীম মাহমুদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও ফোকলোর পর্ষদের সভাপতি অধ্যাপক আফজাল রহমান। চন্দ্রকুমার দে’র জীবনী পাঠ করেন প্রভাষক সুলতান মাহমুদ। অনুষ্ঠানে প্রবীণ লোকসাহিত্য গবেষক ড. আশরাফ সিদ্দিকীর হাতে ‘চন্দ্রকুমার দে লোক গবেষণা পুরস্কার’ এর ক্রেস্ট ও ২৫ হাজার টাকা অর্থমূল্য তুলে দেয়া হয়। শেষে চর্যার গান পরিবেশন করেন শিল্পীরা।
×