ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এটিএনবাংলায় ‘রেডিও জকি ও কতিপয় গল্প’

প্রকাশিত: ০৪:০০, ৭ ফেব্রুয়ারি ২০১৭

এটিএনবাংলায় ‘রেডিও জকি ও কতিপয় গল্প’

স্টাফ রিপোর্টার ॥ মুরাদ পারভেজের রচনা ও পরিচালনায় এটিএন বাংলায় আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘রেডিও জকি ও কতিপয় গল্প’। বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে সোমবার দুপুরে নতুন এ নাটকের এক প্রিমিয়ার হয়। এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাফুজুর রহমান, পরিচালক মুরাদ পারভেজসহ নাটকটির অভিনয় শিল্পী ও কলাকুসলীরা। নাটকটিতে দেখা যায়, খেয়া রেডিও জকি। চাকরিটা করে সে একেবারে নিজের ভাল লাগার জন্য। কাক ডাকা ভোরে শ্রোতারা এসএমএসে বা ফোন করে পছন্দের গান শুনতে চায় তখন তার খুব ভাল লাগে। প্রতিদিন ভোরে বাসা থেকে বের হয়ে ১০টা পর্যন্ত বকর বকর, তারপর ক্লাস। এভাবেই পার করেছে তিনটি বছর। খেয়া চৌধুরীর এখন অনেক ফ্যান। পড়াশোনার পাট চুকিয়ে এখন সে বেকার। প্রতিদিনের মতো ভোরে বাসা থেকে বেরিয়ে রেডিও স্টেশনে যাওয়া তারপর বাসায় ফিরে মাকে টুকটাক রান্নায় সাহায্য করা, পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা, তারপর আর সময় কাটে না। বড় একা লাগে। একদিন নিউস ব্রেকে ক্যান্টিনে চা খেতে খেতে খেয়ার চোখ আটকে যায় একটা চাকরির বিজ্ঞাপনে। চোখ ছানাবড়া হয়ে যায় বিজ্ঞাপনের শর্ত দেখে। বিবাহিত মেয়েদের চাকরিতে অগ্রাধিকার, শর্ত প্রযোজ্য। হাসিতে ফেটে পড়ে খেয়া। মাও হেসে ওঠে হো হো করে। মাকে চমকে দিয়ে ইন্টারভিউ দিতে রাজি হয় খেয়া। মা তাকে বোঝানোর চেষ্টা করে, এটা অন্যায়। বিবাহিত না হয়েও বিবাহিতর অভিনয় করে চাকরি নেয়াটা ঠিক নয়। কিন্তু খেয়া ইন্টারভিউ দেবেই দেবে। এরপর কাহিনী মোড় নেয় অন্যদিকে। ঘটতে থাকে বিভিন্ন রকম মজার ঘটনা। নাটকটিতে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, শম্পা রেজা, চিত্রলেখা গুহ, সোহানা সাবা, আহসান হাবিব নাসিম, ইরফান সাজ্জাদ, ইউসুফ রাসেল, সুমনা সোমা, খালেকুজ্জামান, রোকসানা হিরা, সুসমী আহসান প্রমুখ। ধারাবাহিকটি প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়।
×