ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘রঙ্গের দুনিয়া’ চলচ্চিত্রের প্রিমিয়ার

প্রকাশিত: ০৪:০০, ৭ ফেব্রুয়ারি ২০১৭

‘রঙ্গের  দুনিয়া’ চলচ্চিত্রের প্রিমিয়ার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের সন্তান এবং তরুণ উদীয়মান চলচ্চিত্র পরিচালক মোক্তাদির ইবনে ছালামের নব-নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রঙ্গের দুনিয়া’র প্রিমিয়ার অনুষ্ঠিত হলো। সিলেট অঞ্চলের আধ্যাত্মিক বাউল সম্রাট শাহ আবদুল করিমের জীবন কাহিনী নিয়ে রচিত সাড়া প্রডাকশনের এই চলচ্চিত্রটি সম্প্রতি শহরের আর ডি হলে প্রদর্শন করা হয়। চলচ্চিত্রেটির চিত্রনাট্য ও সংলা রচনা করেছেন হবিগঞ্জের আরেক তরুণ উদীয়মান কবি ও সাহিত্যিক হারুন সিদ্দিকী। আর হবিগঞ্জেরই সন্তান লন্ডন প্রবাসী আব্দুল মুকিত ও গোলাম আনিস চৌধুরীর প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, ঝুনা চৌধুরী, শিরিন বকুল, আগুন, স্বাধীন খসরু, তাজউদ্দিন তাজু, শিল্পী আশিক, সঙ্গীত শিল্পী আকরাম আলী, সিদ্ধার্থ বিশ্বাস, ববি, ইমতিয়াজ তুহিন, বাবুল মল্লিক, হুমায়ূন কবীর সৈকত, ইয়াসিন খাঁ, সৈয়দ রাসেল, জোনাকী, হারুন সাই, সৈকত আলী, শিশু শিল্পী ফারজানাসহ দেড় শতাধিক শিল্পী। চলচ্চিত্রের পরিচালক মোক্তাদিও ইবনে ছালাম জনকণ্ঠকে বলেন, আমি চলচ্চিত্রটি তৈরি করতে পেরে সত্যি আনন্দিত। এর মাধ্যমে গ্রাম বাংলার হারানো গান ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সমাজের ধর্মীয় গোঁড়ামির ছোঁয়ায় একসময় শাহ আবদুল করিমের মতো সম্ভাবনায়ময় প্রতিভার ধ্বংসের চক্রান্ত চালালেও তার এই প্রতিভা বিকাশে আজ বাংলাদেশের মানুষ শাহ আব্দুল করিমের গান এখন হৃদয়ে স্থান দিচ্ছে। ‘রঙ্গের দুনিয়া’ চলচিত্রের গ্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জমির আলী, কবি তাহমিনা বেগম গিনি, একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটি নেতা সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাবেক পিপি এ্যাডভোকেট আকবর হোসেন জিতু, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, বাপা নেতা তোফাজ্জল সোহেল, নাট্যসংগঠক ইয়াসিন খাঁসহ গণমান্য ব্যক্তিবর্গ।
×