ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘আওআর কান্ট্রিজ গুড’

প্রকাশিত: ০৩:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘আওআর কান্ট্রিজ গুড’

স্টাফ রিপোর্টার ॥ বেশকিছু দিন পর নতুন নাটক মঞ্চে আনছে দেশের নন্দিত নাট্যসংগঠন ঢাকা থিয়েটার। দল সূত্রে জানা গেছে আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ঢাকা থিয়েটারের নতুন প্রযোজনা ‘আওআর কান্ট্রি’জ গুড’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। টমাস কেনলির উপন্যাস ‘দ্য প্লে মেকার’ অবলম্বনে নাট্যকার টিম্বারলেক ওয়ার্টেনবেকার ‘আওআর কান্ট্রি’জ গুড’ নাটকটি রচনা করেন। নাটকটির বাংলা অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবীর হিমু। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফখরুল বাসার মাসুম, মিলি বাসার, শুভাশীষ ভৌমিক, রোজী সিদ্দিকী, মিলু চৌধুরী, সেতু ফালগুনী, ফারজানা চুমকি, মাহমুদুর রহমান শুভ, তাহমিদা নার্গিস, ইউসুফ খসরু, সাইদ রিংকু, বাদল, মোস্তফা রতন, তারিকুল ইসলাম, সাজ্জাদুর সাজ, সৌদ, সম্রাট, অনিক, রজব, তারেক প্রমুখ। নাটকের আলোক পরিকল্পনা করেছে ওয়াসিম আহমেদ, সঙ্গীত পরিকল্পনায় সুমন ইব্রাহিম। নাটকের কাহিনীতে দেখা যাবে ১৭৮৮ সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তাদের ভূখ- থেকে অপরাধীদের নির্বাসিত করার জন্য একদল ব্রিটিশ মেরিন ও নেভি অফিসারদের তত্ত্বাবধানে বেশকিছু সাজাপ্রাপ্ত নরনারীদের জাহাজে করে অস্ট্রেলিয়ার সিডনি কোভে নোঙর করেছিল। কিন্তু যে মেরিন ও নেভি অফিসারদের এভাবে গৃহহীন ও নির্বান্ধব করে ওখানে পাঠানো হয়েছিল তাদের বেশিরভাগই বিষয়টি ভাল মনে মেনে নেয়নি। ফলে তাদের সব মানসিক বেদনা ও হতাশার শিকার হয়ে পড়ে ঐসব অশিক্ষিত অর্ধশিক্ষিত চোর, বাটপার, খুনী নর-নারীরা। নাটকে ক্যাপ্টেন আর্থার ফিলিপ এবং লেফটেন্যান্ট র‌্যালফ ক্লার্ক কিভাবে অন্য সব অফিসারদের প্রতিবাদ উপেক্ষা করে অপরাধী ঐসব নর-নারীদের দিয়ে নাট্যকার জর্জ ফার্কহারের একটি রেস্টোরেশন কমেডি নাটক ‘দ্য রিক্রুটিং অফিসার’ মঞ্চে আনলো তারই উপাখ্যান এই নাটক।
×