ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০১৭

শেরপুরে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৬ ফেব্রুয়ারি ॥ আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগ নেতা গোলাম হাসান খান সুজনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকালে জেলা কলেজ শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে শহরের নিউমার্কেট পায়রা চত্বর থেকে থানা মোড় পর্যন্ত ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই সময় অধ্যক্ষ সুজনের ওপর বর্বরোচিত হামলার বিচারের দাবিতে বক্তব্য রাখেনÑ কলেজ শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি তপন সারোয়ার, সাধারণ সম্পাদক শওকত হোসেন, জমশেদ আলী কলেজের সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জমশেদ আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম রেজা, নিজামউদ্দিন কলেজের প্রভাষক মুক্তারুজ্জামান, আতিউর রহমান মডেল কলেজের প্রভাষক ছাইফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে শহরে হুইপ আতিউর রহমান আতিকের সঙ্গে সভা করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন জেলা আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান সুজন। হাতিয়ায় সহস্রাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ৬ ফেব্রুয়ারি ॥ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তমরুদ্দি বাজারে সোমবার বিকেলে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলা উদ্দিন বাবু ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফছার উদ্দিন জিয়ার নেতৃত্বে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। স্থানীয় সংসদ সদস্য বেগম আয়েশা ফেরদৌসের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেনÑ সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, পৌর মেয়র একেএম ইউছুফ আলী, জেলা পরিষদের নবনির্বাচিত মহিলা সদস্য মেহেরুন্নেছা কোকিল ও আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তমরুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মিয়া। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে ৫ মৎস্য আড়ত নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৬ ফেব্রুয়ারি ॥ সোমবার ভোরে গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর মৎস্য আড়তে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে পাঁচ মৎস্য আড়ত। এতে আড়তের ক্যাশবক্সে থাকা টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মৎস্য আড়তদাররা অভিযোগ করেছেন। আড়তদাররা জানান, পূর্বশত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী রামদা, লাঠিসোটা নিয়ে এসে দক্ষিণ কোদালপুর মৎস্য আড়তে ঢুকে আগুন ধরিয়ে দেয়। এতে সৈয়দ বশীর, জাফর মৃধা, জসিম খাঁ, আলামীন দেওয়ান, বিল্লাল বেপারীর মৎস্য আড়ত পুড়ে ছাই হয়ে যায়। মীরসরাইতে পৃথক অগ্নিকা-ে ১৫ ঘর ভস্মীভূত সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ৬ ফেব্রুয়ারি ॥ মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ও ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নে পৃথক অগ্নিকা-ে ১৫টি গৃহ ভস্মীভূত হয়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। রবিবার রাতে উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী গ্রামের হাঁসু ভূঁইয়া বাড়িতে ভয়াবহ অগ্নিকা-ে পুড়ে ছাই হয়ে গেছে ১১টি বসতঘর। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষাধিক টাকার। ওই বাড়ির সিএনজি অটোরিক্সা চালক কাজলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটলে একে একে ছলিমুল্লাহ, ইব্রাহিম, ভাষানী, কাজল, ইউনুছ, আফি উদ্দিন, আবছার, খোকন, আয়ুবের ঘরসহ ১১টি গৃহ পুড়ে ছাই হয়ে যায়। মীরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ইতিমধ্যে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। অপরদিকে একই দিন পৃথক অগ্নিকা-ে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের হাদি ফকির হাটের পূর্ব পাশে মিজান মুন্সী বাড়িতে দুপুর ১২টার সময় অগ্নিকা-ের ঘটনা ঘটে। ৪টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়। কৈফিয়ত গত ৩ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের ১০নং পাতায় ‘থানচিতে রিটানিং ওয়াল নির্মাণে অনিয়ম’ শীর্ষক প্রকাশিত খবরে বানান ভুল হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে হবে ‘থানচিতে রিটেইনিং ওয়াল নির্মাণে অনিয়ম।’ হুইলচেয়ার বিতরণ নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ৬ ফেব্রুয়ারি ॥ দুর্গাপুরে দেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে প্রতিবন্ধী শিশুদের মাঝে ২টি হুইল চেয়ার ও ৪০টি কম্বল বিতরণ করা হয়। সোমবার দেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীবনী বণিকের সভাপতিত্বে হুইল চেয়ার ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা। অন্যদের মধ্যে ছিলেন স্কুল কমিটির সভাপতি রঞ্জন দাস, সাংবাদিক মাসুম বিল্লাহ্, শিক্ষক মিঠু প-িত, আবিদা সুলতানা, মাহমুদা আক্তার, হামিদা ফারজানা প্রমুখ। রাঙ্গাবালীতে গুণীজন সম্মাননা স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ রাঙ্গাবালী উপজেলায় সোমবার ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১০ গুণীজনকে সম্মাননা জানান হয়েছে। মাহমুদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এডিএমডি ফোরামের চেয়ারম্যান হারুন-অর-রশিদ ও বিশেষ অতিথি ফোরামের ভাইস চেয়ারম্যান নাসির উল্লাহ। গুণীজনদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ছাড়াও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, আব্দুর রাজ্জাক চান, মোসলেম উদ্দিন মাস্টার, শাহজাহান মাহমুদ, আলহাজ আব্দুল মাননান হাওলাদার, আতিকুর রহমান ফরাজী, জালাল উদ্দিন মাস্টার, মাওলানা আলতাফুর রহমান, জেসমিন সুলতানা, ফকিজ উদ্দিন হাওলাদার ও আমিনুল ইসলাম মনজু।
×