ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আত্রাইয়ে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০১৭

 আত্রাইয়ে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ ফেব্রুয়ারি ॥ আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচী অব্যাহত রয়েছে। এ অবরোধের মুখে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলো অঘোষিতভাবেই এখানে প্রতিদিনই থামছে। আত্রাই থেকে অনলাইনে অন্য স্টেশনের টিকেট কিনে ঢাকাগামী যাত্রীরা এখন আত্রাই থেকেই ট্রেনে উঠছেন। এদিকে অবরোধের ৬ষ্ঠ দিনে সোমবার আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমে সর্বস্তরের জনতা মানববন্ধন ও অবরোধ কর্মসূচী করে। অবরোধ চলাকালীন দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আত্রাইয়ে পৌঁছলে শত শত জনতা রেললাইন অবরোধ করায় চালক ট্রেন থামিয়ে দিতে বাধ্য হন। প্রায় ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষার পর অবরোধকারীরা রেললাইন থেকে সরে দাঁড়ালে ট্রেনটি আবার ছেড়ে যায়। আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন, অবরোধ কর্মসূচীর নেতৃত্বদানকারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলালীগের সভাপতি মমতাজ বেগম। মতিউর রহমান বলেন, আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ দিতে আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। শরীয়তপুরের ছাত্রী আট দিনেও উদ্ধার হয়নি নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৬ ফেব্রুয়ারি ॥ শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জারিন তাছনিম তোড়াকে অপহরণের ৮ দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। ২ ফেব্রুয়ারি এ ঘটনায় পালং মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে, ভিকটিমকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। জানা যায়, শরীয়তপুর শহরের বাসিন্দা প্রায়ত প্রকৌশলী মনিরুজ্জামানের কন্যা শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জারিন তাছনিম তোড়ার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় আক্তার সরদার নামে এক ছেলের। স্কুলে যাওয়ার পথে মাঝেমধ্যে আক্তার সরদার জারিন তাছনিম তোড়াকে নানা রকম বিরক্ত করত। বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দিত। গত ৩০ জানুয়ারি সকাল অনুমান ৭টায় শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি জারিন তাছনিম তোড়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শরীয়তপুর শহরের চরপালং এলাকার ট্রাক ড্রাইভার মোতাহার হোসেন সরদারের ছেলে আক্তার হোসেন সরদার ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে স্কুলে যাওয়ার পথে শহরের নাভিলা ভিলার নিকট রাস্তা থেকে জারিন তাছনিম তোড়াকে অপহরণ করে মোটরসাইকেলে তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে তোড়ার মা নারগিস আক্তার রানী বাদী হয়ে ৬ জনকে আসামি করে পালং মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ অপহরণকারী আক্তার সরদারের মা ফরিদা বেগম ও তার সহযোগী আফজাল হোসেন মুন্সিকে গ্রেফতার করেছে। দুই শ’ মণ জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকায় পাচারের সময় নগরীর রূপাতলী এলাকা থেকে দুই শ’ মণ জাটকা জব্দসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় আটককৃকদের জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন খান। দ-িতদের মধ্যে লাইনম্যান পটুয়াখালী জেলার খোকন গাজীকে ১৮ মাস, ট্রাক চালক বরগুনা জেলার মাসুমকে ১৩ মাসের জেল এবং ট্রাকের হেলপার নাজমুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস জানান, পটুয়াখালী জেলার গলাচিপা থেকে ট্রাকযোগে জাটকা ঢাকার উদ্দেশ্যে পাচার হচ্ছিল। বরিশালে স্বাস্থ্য কর্মকর্তা গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নগরীর নবগ্রাম রোড থেকে জেলার বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। রবিবার রাতে গ্রেফতারকৃত জসিমকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। দুদক সূত্রে জানা গেছে, দুদকের বিভাগীয় কার্যালয় বরিশালের পরিচালক মোঃ আক্তার হোসেনের নেতৃত্বে উপ-সহকারী পরিচালক মোঃ আল-আমিন অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেফতার করেন। আসামির বিরুদ্ধে অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর জিপিএফ-এর ৩ লাখ ৩৭ হাজার ৩৫৬ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৬ সালের ২২ ডিসেম্বর বানারীপাড়া থানায় মামলাটি দায়ের করা হয়।
×