ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কমছে চিকিৎসার মান

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চলছে অনিয়ম

প্রকাশিত: ০৩:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চলছে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৬ ফেব্রুয়ারি ॥ টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলছে নার্সদের অনিয়ম, লুটপাট ও অসহযোগিতা। সরকারী সব সুবিধা গ্রহণ করলেও কতিপয় নার্স ও দালালদের দৌরাত্ম্যের কারণে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন রোগীসহ তাদের স্বজনরা। এছাড়া হাসপাতালের নার্সদের বিরুদ্ধে রয়েছে দায়সারা দায়িত্ব পালন আর রোগী ও তাদের স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ। এতে দিন দিন এ হাসপাতালের চিকিৎসাসেবার মান ভেঙ্গে পড়ছে। অভিযোগ উঠেছে, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বরত কতিপয় নার্স রোগীদের বরাদ্দকৃত সরকারী ওষুধ রোগীদের কাছেই বিক্রি করেন। যখন রোগী ভর্তি হয় তখন থেকে ছুটি পর্যন্ত যত ওষুধ লাগবে সবই কিনে নিতে হয়। এজন্য ওই সব নার্সকে দিতে হয় দুই থেকে তিন হাজার টাকা। শুধু তাই নয়, ডেলিভারি হওয়া রোগীদের অপারেশন রুম থেকে বেড পর্যন্ত যে আয়া নিয়ে যান তাকে দিতে হয় ৩শ’ থেকে ৫শ’ টাকা। বেড বাবদ দিতে হয় ১শ’ থেকে ৫শ’ টাকা। আর এসব অনিয়ম করে চলেছেন হাসপাতালের কতিপয় নার্স ও আয়া। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক নার্স জানান, হাসপাতালে ২৫০ জন রোগীর জন্য যে ওষুধ প্রয়োজন সরকার তার সবই দিয়ে থাকে। যে পরিমাণ ওষুধ হাসপাতালে সরকার দেয়, তাতে আর বাইরে থেকে রোগীদের কিনতে হয় না। প্রতিদিন হাসপাতালে গড়ে ২৫টি করে ডেলিভারি হয়। ভূঞাপুর উপজেলা থেকে আসা লালু শেখ জানান, তার স্ত্রীর ডেলিভারি বাবদ সকল ওষুধ তার বাইরে থেকে কিনতে হয়েছে। কোন প্রকার ওষুধের সুবিধা সরকারী হাসপাতাল থেকে তিনি পাননি। দেলদুয়ার উপজেলা থেকে আসা আরেক রোগীর স্বজন কামাল হোসেন জানান, শরীরে পুশ করার স্যালাইন ছাড়া কোন ওষুধ দেয়নি হাসপাতাল থেকে। বাকি সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। এসব বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ পুতুল রায় জানান, আমি বিভিন্ন অভিযোগ শুনেছি। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালকে সুন্দরভাবে পরিচালনার জন্য চেষ্টা করে যাচ্ছি।
×