ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই গেটওয়ে কোম্পানির লাইসেন্স বাতিল

প্রকাশিত: ০৩:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭

দুই গেটওয়ে কোম্পানির লাইসেন্স বাতিল

শর্ত ভঙ্গ করায় দুটি গেটওয়ে অপারেটরের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গেটওয়ে প্রতিষ্ঠান দুটি হলো- এ্যাপল গ্লোবাল টেলপ্র কমিউনিকেশন্স লিমিটেড এবং ইন্টিগ্রেটেড বিজনেস সিসটেম এ্যান্ড সল্যুশন্স (প্রাঃ) লিমিটেড। গত রবিবার বিটিআরসির লিগ্যাল এ্যান্ড লাইসেন্সিং বিভাগের উপ-পরিচালক সাজেদা পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) এবং ইন্টান্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) গাইডলাইন্স ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় এ প্রতিষ্ঠানসমূহের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ লাইসেন্সের অধীনে কোন কাজ করা হলে তা অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ এর অধীন শাস্তিযোগ্য অপরাধ। -অর্থনৈতিক রিপোর্টার ধর্মঘট প্রত্যাহারে বেনাপোল বন্দরে বাণিজ্য সচল টানা দুদিন আমদানি বাণিজ্য বন্ধ থাকার পর ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় প বেনাপোল বন্দর দিয়ে বাণিজ্য সচল হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক চালকরা বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, আমদানি হওয়া পণ্য দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্ট বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দেয়া হয়েছে। বেনাপোল আমদানি-রফতানি সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক জানান, ভারতের পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ সেখানকার শীর্ষ যে ১০ ব্যবসায়ীর পণ্য আগে বাংলাদেশে রফতানির সিদ্ধান্ত নিয়েছিলেন তা প্রত্যাহার করে নেয়ায় ধর্মঘট তুলে নেয় সাধারণ ব্যবসায়ীরা। -স্টাফ রিপোর্টার, বেনাপোল ভারতেও ঘাঁটি গাড়তে পারে ‘এ্যাপল’ অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার ভারতেও ঘাঁটি গাড়তে পারে ‘এ্যাপল’। খুব জলদি হাতে পেতে পারেন ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন। কারণ, কর্নাটকের বেঙ্গালুরুতে মোবাইল ফোন তৈরির কারখানা শুরু করতে চলেছে এ্যাপল। ইতোমধ্যে সে প্রস্তাবে সায়ও দিয়েছে কর্নাটক সরকার। এই নিয়ে এ্যাপলকে একটি ওয়েলকাম নোটও পাঠানো হয়েছে কর্নাটকের সরকারের পক্ষ থেকে। কর্নাটকের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গের সই করা ওই ওয়েলকাম নোটে বলা হয়েছে, এ্যাপল বেঙ্গালুরুতে তাদের একটি উৎপাদন কারখানা গড়ে তুললে চায়। চলতি বছরের জানুয়ারিতে এ্যাপলের উৎপাদন পার্টনার উইসট্রন কর্প বেঙ্গালুরুতে তাদের ইউনিট চালু করার আবেদন করে।
×