ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এফবিসিসিআই সভাপতি পদে ৪ প্রার্থী

প্রকাশিত: ০৩:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০১৭

এফবিসিসিআই সভাপতি পদে ৪ প্রার্থী

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে এবারে চারটি প্যানেল থেকে চারজন প্রার্থী সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করতে যাচ্ছেন। বর্তমান প্রথম সহসভাপতি মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন ও সাবেক প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন ইতোমধ্যে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। নতুন করে এই তালিকায় বাংলাদেশ ইন্সুরেন্স এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির এবং উইমেন চেম্বারের ব্যবসায়ী নেতা সেলিমা আহমাদ সভাপতি পদে লড়বেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। শনিবার সফিউল ইসলাম মহিউদ্দিন ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের সভাপতি পদে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বিজিএমইএ’র সাবেক সভাপতি হিসেবে ব্যবসায়ীদের মধ্যে তার একটি নিজস্ব অবস্থান রয়েছে। তিনি বলেন মে মাসের মাঝামাঝি সময়ে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করব। আর সম্প্রতি লেডিস ক্লাবে এফবিসিসিআই নির্বাচন সংস্কার শীর্ষক এক অনুষ্ঠানে মো. জসিম উদ্দিন প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি নির্বাচনী কর্মকান্ড শুরু করেছেন। দেশে প্লাষ্টিক খাতের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এছাড়া তৃনমূল পর্যায়ে সাধারণ ভোটারদের মাঝে তার ব্যাপক গ্রহনযোগ্যতা রয়েছে। তিনি বলেন, দেশের অর্থনীতির স্বার্থে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এফবিবিসিসিআইকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। আর শেখ কবির নির্বাচনে লড়বেন এই ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা। দীর্ঘদিন বাণিজ্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় ইতোমধ্যে তিনি একটি শক্তিশালী সমর্থক গ্রুপ তৈরিতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে সরকারের প্রভাবশালী মহলে তার নিবিড় যোগাযোগ রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে শেখ কবির জনকণ্ঠকে বলেন, সরকারের ইচ্ছায় সবকিছু নির্ভর করছে। সরকার চাইলে আমি নির্বাচন করতে প্রস্তুত রয়েছি। তিনি বলেন, ইতোপূর্বে গত নির্বাচনেও তাকে নিয়ে কথা উঠেছিল। এবার সিগন্যাল পাওয়ার অপেক্ষায় আছি। অপেক্ষা করুণ দেখা যাক কি হয়। এদিকে, নারী ব্যবসায়ী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে এফবিসিসিআইয়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন সেলিমা আহমাদ। এছাড়া সংগঠনটির বর্তমান সভাপতি মাতলুব আহমাদের স্ত্রী হিসেবেও সাধারণ ভোটারদের কাছে তার একটি গ্রহনযোগ্যতা তৈরি হয়েছে। জানা গেছে, চারপ্রার্থী এখন সরকারের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। আর নির্বাচন পদ্ধতির সংস্কার করে সরাসরি ভোট চান সংগঠনটির সাধারণ সদস্যরা। এ প্রসঙ্গে জানতে চাইলে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল হক জনকণ্ঠকে বলেন, নির্বাচনী বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। সবাই এখন নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাই আগামী নির্বাচনে যারা পরিচালনা পর্ষদ গঠন করবেন তাদের প্রথম কাজ হবে এফবিসিসিআই নির্বাচন পদ্ধতি সংস্কার করা। এটি করতেই হবে।
×