ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাইফ পাওয়ারের লেনদেন বন্ধ আজ

প্রকাশিত: ০৩:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০১৭

সাইফ পাওয়ারের লেনদেন বন্ধ আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের লেনদেন রেকর্ড ডেটের কারণে আজ মঙ্গলবার বন্ধ থাকবে। এদিকে লেনদেন বন্ধের আগের দিন সোমবার ডিএসইতে কোম্পানিটির সর্বোচ্চ ৩৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, এর আগে কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল; যা সোমবার শেষ হয়। আগামীকাল বুধবার থেকে কোম্পানিটি আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে পুঁজিবাজারে। -অর্থনৈতিক রিপোর্টার জমি কিনবে দেশবন্ধু পলিমার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমারের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি নরসিংদীতে ১৫ একর জমি কিনবে। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া জমি কিনতে কোম্পানিটির ৩৭ লাখ ৫০ হাজার টাকা খরচ হবে। উল্লেখ্য, দেশবন্ধু পলিমার ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×